Ads 468x60px

Random Posts

রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

পিএসসি পরীক্ষার ফলাফল

 
Gov Logoপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরDPE LOGO
প্রাথমিক/ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা
 
 
     
 পরীক্ষার নামঃ
 
 পরীক্ষার সন:
 
 
 বিভাগঃ
 
 
 জেলাঃ
 
 
 উপজেলা/থানাঃ
 
  রোল নম্বরঃ
  
   
Copyright © 2015 Directorate of Primary Education | All Rights Reserved. 
Developed by  md nazmul hasan haque

বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫

PSC বাংলা সাজেশন


PSC বাংলা সাজেশন!

১. অনুচ্ছেদ:<br /> * যোগাযোগের একাল
সেকাল
ক. কম্পিউটার
থেকে শেখা ৫
টি কাজের নাম
লেখ ।
খ. যোগাযোগের
ক্ষেত্রে টেলিভিশনের

টি গুরুত্ব ব্যাখ্যা কর ।
* মৃত শিল্প:<br /> ক. বাংলাদেশের
পোড়ামাটির শিল্প
কোথায়
পাওয়া যায়?
খ. মৃত শিল্প আমাদের
ঐতিয্য বুঝিয়ে লিখ ।
২. বিপরীত শব্দ:<br /> পরাধীন, পরাজয়,
আরম্ভ, যন্ত্রনা, দু:খ,
খোলা,
ভাল ।
৩. শব্দার্থ:<br /> শখ,রুপালি, প্রাচিন,
নকশা ।
৪. শুদ্ধ বানান :<br /> বীরশ্রেষ্ঠ, অন্ধকার,
বৃদ্ধা, বৃদ্ধ, সেবিকা ।
৫. এক কথায় প্রকাশ
কর:<br /> ক. মেধা আছে এমন
যে জন ।
খ. এক যুগের পর আরেক
যুগ ।
গ. সংখ্যায়
সবচেয়ে বেশি এমন ।
ঘ. কোন ভাবেই পূরন
করা যায় না এমন ।
ঙ. বরন করার যোগ্য
৬. ফরম পুরন কর:<br /> স্কুলের ভর্তি ফরম
পুরন কর ।
৭. দরখাস্ত:<br /> অসুস্থতার জন্য ৩
দিনের
ছুটি চাহিয়া প্রধান
শিক্ষকের
নিকট আবেদন পএ লিখ
৮. কবিতাটির
লাইনগুলো সাজাও:<br /> প্রার্থনা কবিতার
কিছু লাইন
দেয়া আছে ।
৯.
আমরা করছি প্রার্থনা,
এই অংশটুকু কোন
কবিতা থেকে নেয়া হয়েছে?
এবং কবির নাম কি?
১০. রচনা:<br /> (ক)আমাদের এই দেশ,
(খ) একজন
বীরশ্রেষ্ঠ, (গ)
মৃতশিল্প ।

পিএসসি ইংরেজী সাজেশন এবং মান বন্টন তথ্য


প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিশেষ প্রস্তুতি
বিষয় :ইংরেজী

***প্রথমে ইংরেজি বইয়ের যে কোনো Lesson থেকে একটি Text দেয়া হবে এবং এই Text-এর ওপর ভিত্তি করে ১, ২, ৩, ৪ নং প্রশ্নের উত্তর দিতে হবে।

1.Seen Passageঃ

(a)Saikat's Family
(b)A Firefighter
(c)The Hare and the Tortoise***
(d)Happy Birthday***
(e)My Home Town***
(f)The Olympic Games***
(g)Liberation war Museum
(h)A great day
(i)Ayla***
(j)Fitzy Frog

Question No-1

Choose the best answer :<br /> প্রশ্নপত্রে প্রদত্ত Text হতে ১০টি MCQ প্রশ্ন দেয়া হবে। এখানে উল্লেখ্য, জ্ঞানমূলক স্তরের পাশাপাশি ২-৩টি MCQ থাকবে অনুধাবন ও প্রয়োগস্তরের। আর প্রয়োগ বলতে আমরা বুঝি তোমরা বিভিন্ন Text থেকে যা যা জেনেছ এবং যা যা বুঝেছ তা নতুনভাবে প্রয়োগ করতে পারা। সুতরাং একটু সতর্ক থাকলে এবং প্রদত্ত Text টি যদি আগে থেকেই ভালোভাবে পড়া থাকে তাহলে সহজেই ১০টি MCQ প্রশ্নের উত্তর দিতে পারবে, এর জন্য নম্বর বরাদ্দ থাকবে ১০।

Question No-2

Matching Words with their meaning/Fill in the gaps:<br /> এটি একটি Vocabulary test, EFT-র বিভিন্ন Word-এর meaning, spelling ইত্যাদি সম্পর্কে কতটুকু ধারণা আয়ত্ত করেছ তা যাচাই করা হয় এই প্রশ্নের মাধ্যমে। এখানে প্রদত্ত Text হতে ৫টি Lighted word নেয়া হবে Column Aতে এবং এর বিশ্লেষণমূলক অর্থ দেয়া থাকবে Column Bতে। অবশ্য B কলামে দুটি Extra অর্থ দেয়া থাকবে সেখান থেকে ৫টি Word-এর সঠিক অর্থ সাজিয়ে লিখতে পারলে পূর্ণ নম্বর পাবে। এ ক্ষেত্রে নম্বর থাকবে ৫।

Question No-3

প্রদত্ত Text হতে ৫টি প্রশ্ন দেয়া থাকবে এবং ৫টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। এ ক্ষেত্রে নম্বর থাকে ১০।

Question No-4

Writing Short Composition: প্রদত্ত Text-এর সঙ্গে সম্পর্ক রেখে ৫টি Question করা হবে এই ৫টি Question এর উত্তর সাজিয়ে লিখলে প্রদত্ত প্রশ্নের উত্তর হয়ে যাবে। মনে রাখবে ৫টি বাক্যে Short Composition শেষ করতে চেষ্টা করবে। এখানে ৫টি বাক্যের জন্য ৫ নম্বর, সঠিক বাক্য কাঠামো (Noun, Adjective, Verb) ব্যবহারে ২ নম্বর, Spelling বা বানানের জন্য ১ নম্বর ও সঠিক Capital letters and punctuatin marks ব্যবহারের জন্য ২ নম্বর। এই মোট ১০ নম্বর।
***এবার English for today- Class 5, এর বাইরে থেকে তোমাদের বোধগম্যতার ভেতর বহুলশ্রুত কোনো নৈতিক গল্প, ইতিহাস বা ঐতিহ্যমণ্ডিত স্থান, জীবনী বা সমসাময়িক ঘটনা ইত্যাদি শিখনমূলক কোনো বিষয়ের ওপর একটি Passage আসবে। সুতরাং প্রদত্ত Passageটি গভীর মনোযোগের সঙ্গে ২-৩ বার নীরবে পড়ে এর পূর্ণ মর্ম উপলব্ধি করবে এবং এ থেকে ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দিতে হবে।

2.Unseen Passageঃ

(a)The 21st February is regarded as a red-letter day ------ of Bangladesh. (21st February)
(b)The name of our country is --------- I love my country very much. (Our country)
(c)Jute is a kind of fibre. It is got from the bark of a tall plant. ------------ (Jute of Bangladesh)
(d)Now-a-days tea is the most popular drink. Almost all kinds ----------- (Tea of Bangladesh)
(e)Bangladesh is a riverine country. Most of the rivers ------------- (Rivers of Bangladesh)
(f)Bangladesh can pride itself on its abundance of fruits. ------------------(Fruits of Bangladesh)
(g)Flower is the symbol of beauty, purity, love and affection. ------------- (Flowers of Bangladesh)
(h) It was a hot summer day. A crow was very thirsty. -------------- (A thirsty crow)
(i)Bayazid was a small boy. His mother was ill. One night, he was --- (Bayazid and his mother)
(j)There lived a shepherded boy in a pastoral area. He kept a flock ---------- (A shepherded boy)
(k)Once there was a lion sleeping in a forest. Suddenly a mouse came ------ (A lion and a mouse)
(l)There were two friends. They lived in a certain village. ------- (Two friends and a bear)
(m)Once there lived a poor man in a village. He had a peculiar (The poor man and golden egg)
(n)There lived a woodcutter in a village. One day he was cutting wood near a --- (A woodcutter)
(o)An old farmer had three sons. They used to quarrel -. (An old farmer and his three sons)
(p)Shaikh Sadi was a great poet. He used to put on simple dress. --- (Shaikh Sadi and nobleman)
(q)Bangladesh declared independence on 26 March 1971. It became...

Question No-5

Choose the best answer: ৫-৭টি যোগ্যতাভিত্তিক প্রশ্নসহ ১০টি MCQ দেয়া থাকবে। প্রদত্ত Passageটির মর্ম অনুধাবন করতে পারলে ১০টি MCQ-এর উত্তর দেয়া কঠিন হবে না। এর জন্য নম্বর থাকবে ১০।

Question No-6

Fill in the blanks: এখানে Box-এ দেয়া ৮টি Word থেকে প্রযোজ্য ৫টি Word নিয়ে ৫টি শূন্যস্থান পূরণ করলে পূর্ণ নম্বর পাবে। এর জন্য নম্বর হচ্ছে ৫।

Question No-7

প্রদত্ত Unseen passage হতে ৫টি প্রশ্ন দেয়া থাকবে ৫টি প্রশ্নেরই উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে ২। প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য ১-২টি Sentence লিখবে। তবে উত্তর লেখার সময় Passage-এর কোনো Sentence হুবহু তুলে না দেয়াই ভালো।

Question No-8

Writing Short Composition: প্রদত্ত Text-এর সঙ্গে সম্পর্ক রেখে ৫টি Question করা হবে এই ৫টি Question-এর উত্তর সাজিয়ে লিখলে প্রদত্ত প্রশ্নের উত্তর হয়ে যাবে। মনে রাখবে ৫টি বাক্যে Short Composition শেষ করতে চেষ্টা করবে। এখানে ৫টি বাক্যের জন্য ৫ নম্বর। সঠিক বাক্য কাঠামো (Noun, Adjective, Verb) ব্যবহারে ২ নম্বর, Spelling বা বানানের জন্য ১ নম্বর, সঠিক Capital letters and punctuation marks ব্যবহারের জন্য ২ নম্বর। এই মোট ১০ নম্বর।

Question No-9

Letter Writing: Letter Writingটির উত্তর করতে হবে প্রশ্নে প্রদত্ত Unseen Passage-এর ওপর ভিত্তি করে। এখানে কোনো একটি Situation-এর বর্ণনা বা কিছু Cues দেয়া থাকবে। সুতরাং প্রশ্নে প্রেরক ও প্রাপকের নাম, ঠিকানা উল্লেখ থাকলে তা যথাযথ ব্যবহার করে Letter লিখবে। এ ক্ষেত্রে পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তকের Lesson-8 এ প্রদত্ত Letter কাঠামোর নির্দেশনা অনুসরণ পূর্বক ২-৩টি Letter-এর সূচনা ও সমাপ্তি আয়ত্তে থাকলে এবং Unseen Passage-এর Summarizing টা Body of the letter এ লিখে দিলেই একটি সার্থক ও পূর্ণাঙ্গ Letter Writing হবে। নম্বর থাকবে ১০।

Question No-10

Short Questions : এখানে ভিন্ন ভিন্ন ৫টি বাক্যে কোনো একটি বিষয়ের Instruction, Direction বা Procedures এর বর্ণনা দেয়া থাকবে এর ওপর ভিত্তি করে ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন ৩টির ১টি জ্ঞানমূলক, ১টি অনুধাবনমূলক ও ১টি প্রয়োগমূলক। এ ক্ষেত্রে নম্বর থাকবে ১+২+২ = ৫

Question No-11

দিন, সপ্তাহ, মাস, সময় অথবা Cardinal number বা অর্ডিনাল নাম্বার ব্যবহার করে প্রশ্নের উত্তর দিতে হবে। অথবা এগুলোর ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। এ ক্ষেত্রে নম্বর থাকবে ৫। এর জন্য TEXT বইয়ের Lesson 4, 6, 17, 19, 22, 25 ভালোভবে দেখতে পার।

Question No-12

Arrange/Rewriting: এখানে এলোমেলো Letter বা Word দেয়া থাকবে এগুলো সাজিয়ে সঠিক Word বা Sentence লিখতে হবে। TEXT বইয়ের Lesson 1, 5, 10, 13, 14, 22, 26, 28 এই প্রশ্নের উত্তর আয়ত্ত করতে পারলে সহায়ক হবে এবং এর জন্য নম্বর বরাদ্দ থাকবে ০৫।

Question No-13

Completing Forms: প্রশ্নে কিছু Information দেয়া থাকতে পারে পাশাপাশি নিজের তথ্য (নাম, ঠিকানা, জন্ম তারিখ, শখ) মা-বাবা, শিক্ষক ও সহপাঠী সম্বন্ধে ধারণা থাকলে এই প্রশ্নের উত্তর দেয়া যায়। এর জন্য TEXT এর Lesson 28 ভালোভাবে আয়ত্ত করলে ৫ নম্বর পাওয়া খুব সহজ।

PSC Math Suggestion for All Board.



প্রাথমিক শিক্ষা
সমাপনী=২০১৫
# প্রাথমিক্গনিত :<br /> >>যোগ্যতাভিত্তি
ক(part-2) প্রশ্নের
সাজেশন<<
৪)মীনার নিকট ৫৯৮৭ টাকা আছে।
রাজুর নিকট মীনা অপেক্ষা ২৫০
টাকা কম আছে।রানীর নিকট
রাজু অপেক্ষা ৯৮৫ টাকা বেশি
আছে।
ক)রাজুর নিকট কতো টাকা আছে?
খ)রানীর নিকট মীনা অপেক্ষা
কতো টাকা বেশি আছে?
গ)রানীর টাকার পরিমাণ বেস
করও।
ঘ)তাদের তিন জনের মোট কত
টাকা আছে?
৫)চারটি সংখ্যার যোগফল
৪৬৮৫২০r মধ্যে দুইটি সংখ্যা ৭৩৫৮৪
ও ৬৪২০৯.
ক)দুইটি সংখ্যার যোগফল কতো?
খ)তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা
অপেক্ষা ৯৪৮৫ কম হলে,সংখ্যাটি
কতো?
গ)দুইটি সংখ্যার যোগফল ও চারটি
সংখ্যার যোগফলের পার্থক্য কত?
ঘ)চতুর্থ সংখ্যা ও তৃতীয়
সংখ্যাটির পার্থক্য নির্ণয় কর?
৬)২টি গরু ও ৩টি খাসির মূল্য
একত্রে ২৫০৮০টাকা।১টি
খাসির মূল্য ৩৫৬০টাকা।
ক)৩টি গরুর মূল্য কতো?
খ)১টি গরুর মূল্য কতো?
গ)১টি গরু ও ১টিই খাসির একত্রে
কত?
ঘ)২টি খাসি ও ৩টি খাসির
মূল্যের পার্থক্য কত?

প্রাথমিক শিক্ষা সমাপনী- বাংলা


বাংলা ৫, ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর

পাঠ্যবইবহির্ভূত যোগ্যতাভিত্তিক প্রশ্ন
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নগুলো থাকবে তোমার পাঠ্যবইয়ের বাইরের অনুচ্ছেদ থেকে। এ প্রশ্নগুলো সম্পূর্ণ যোগ্যতাভিত্তিক। আজ তোমাদের জন্য দেওয়া হলো একটি নমুনা অনুচ্ছেদ ও প্রশ্নোত্তর।

জামদানি কাপড় বুনছেন তাঁতিরা

# নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
প্রাচীনকাল থেকেই বাংলাদেশের মানুষ কাপড় বোনার জন্য বিখ্যাত। সেই সময় ঢাকার তৈরি মসলিন কাপড় ছিল সারা পৃথিবীতে সমাদৃত। বিশ্ববাজারে এই মসলিন কাপড়ের চাহিদা ছিল অভাবনীয়। চাহিদার কারণে ঢাকাই মসলিন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। এতে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হতো। কুটিরশিল্পের অন্তর্গত বাংলাদেশের তাঁতে তৈরি হওয়া টাঙ্গাইল শাড়ি, ঢাকাই শাড়ি ও রাজশাহী সিল্কের জনপ্রিয়তা এখনো চোখে পড়ার মতো। বাংলাদেশের তাঁতিরা এখনো রেশমি, জামদানি ও সুতির কাপড় বোনেন। এ ছাড়া বাংলাদেশের বিভিন্ন এলাকায় তৈরি পাটজাতদ্রব্য, বাটিক, ছিটকাপড়, শতরঞ্জি, মাটির পাত্র ইত্যাদি বেশ জননন্দিত। ছিটকাপড় যেমন ময়মনসিংহের ঐতিহ্যকে ধারণ করে আছে, তেমনি রংপুর ও দিনাজপুর এলাকা শতরঞ্জির জন্য প্রসিদ্ধ। মসলিন, রেশম, তসর, গরদ, মুগা, মটকা, জামদানি, টাঙ্গাইল ও বালুচরি এ দেশের বিখ্যাত কাপড়। প্রাচীন মসলিনের মতো দেশে-বিদেশে এখনো ঢাকাই শাড়ির প্রচুর চাহিদা রয়েছে।
৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১. ওপরের অনুচ্ছেদটি মূলত কোন বিষয়ে লেখা?
ক. মৃিশল্প খ. কুটিরশিল্প গ. বেতশিল্প ঘ. বস্ত্রশিল্প
২. পৃথিবীর বাজারে কোনটির চাহিদা অভাবনীয় ছিল?
ক. মসলিনের খ. সুতি শাড়ির গ. মাটির পাত্রের ঘ. জামদানির
৩. শতরঞ্জি শব্দটির ‘ঞ্জ’ যুক্তবর্ণটিতে আছে—
ক. জ্+ঞ খ. ঞ্+জ গ. ন্+জ ঘ. ন্+ছ
৪. ছিট-কাপড় কোন জেলার ঐতিহ্যকে ধারণ করে আছে?
ক. রাজশাহীর খ. রংপুরের গ. ঢাকার ঘ. ময়মনসিংহের
৫. দেশে-বিদেশে কোন শাড়ির চাহিদা রয়েছে?
ক. পাবনাই শাড়ি খ. ঢাকাই শাড়ি গ. সিলেটের শাড়ি ঘ. রংপুরের শাড়ি।
৫ নম্বর প্রশ্নের উত্তর
১. ঘ. বস্ত্রশিল্প ২. ক. মসলিনের ৩. খ. ঞ্+জ
৪. ঘ. ময়মনসিংহের ৫. খ. ঢাকাই শাড়ি।
৬। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো।
শব্দ শব্দার্থ
যথেষ্ট প্রচুর
রপ্তানি বিক্রির জন্য পণ্যদ্রব্য বিদেশে প্রেরণ
সমাদৃত সমাদরপ্রাপ্ত
প্রসি"
বিখ্যাত
প্রাচীন পুরোনো
ক. আবুল সাহেবের — বিষয়-সম্পত্তি, তাই সংসার চালাতে কষ্ট হয় না।
খ. একসময় প্রচুর পাটজাত দ্রব্য বিদেশে — হতো।
গ. ঢাকাই মসলিন ছিল বিশ্বব্যাপী —।
ঘ. রংপুর ও দিনাজপুর এলাকা শতরঞ্জির জন্য —।
ঙ. — কাল থেকেই বাংলাদেশের মানুষ কাপড় বোনার জন্য বিখ্যাত।
৬ নম্বর প্রশ্নের উত্তর
ক. আবুল সাহেবের যথেষ্ট বিষয়-সম্পত্তি, তাই সংসার চালাতে কষ্ট হয় না।
খ. একসময় প্রচুর পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানি হতো।
গ. ঢাকাই মসলিন ছিল বিশ্বব্যাপী সমাদৃত।
ঘ. রংপুর ও দিনাজপুর এলাকা শতরঞ্জির জন্য প্রসিদ্ধ।
ঙ. প্রাচীনকাল থেকেই বাংলাদেশের মানুষ কাপড় বোনার জন্য বিখ্যাত।
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. বাংলাদেশে তৈরি কাপড় সম্পর্কে পাঁচটি বাক্য লেখো।
খ. ‘ঢাকার তৈরি মসলিন কাপড় ছিল পৃথিবীব্যাপী সমাদৃত।’ কথাটি পাঁচটি বাক্যে বুঝিয়ে লেখো।
গ. বাংলাদেশের তাঁতিদের তৈরি পাঁচটি বিখ্যাত কাপড়ের নাম লেখো।
৭ নম্বর প্রশ্নের উত্তর
(ক)
প্রাচীনকালে বাংলাদেশের ঢাকায় তৈরি মসলিন কাপড় ছিল সারা পৃথিবীতে সমাদৃত। বিশ্ববাজারে এই মসলিনের চাহিদা ছিল অভাবনীয়। চাহিদার কারণে ঢাকাই মসলিন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। বাংলাদেশের তাঁতের তৈরি টাঙ্গাইল শাড়ি, ঢাকাই শাড়ি ও রাজশাহী সিল্ক খুবই জনপ্রিয়। প্রাচীন মসলিনের মতো দেশে-বিদেশে ঢাকাই শাড়ির চাহিদা এখনো চোখে পড়ার মতো।
(খ)
প্রাচীনকাল থেকেই বাংলাদেশে তৈরি কাপড়ের সুনাম ছিল। এর মধ্যে ঢাকাই মসলিনের আকর্ষণ ছিল সবচেয়ে বেশি। ঢাকা শহরের অদূরে ডেমরা এলাকার তাঁতিদের এ অমূল্য সৃষ্টি এককালে দুনিয়াজুড়ে প্রবল আলোড়ন তুলেছিল। ঢাকার মসলিন শাড়ি ও কাপড় তত্কালীন মোগল বাদশাহদের বিলাসের বস্তু ছিল। ইংল্যান্ডের রাজপরিবারেও এর খ্যাতি ছিল। বাংলার বাইরে মসলিনের সুনাম ও জনপ্রিয়তাকে বোঝানোর জন্যই বলা হয়েছে, ঢাকার তৈরি মসলিন কাপড় ছিল পৃথিবীব্যাপী সমাদৃত।
(গ)
প্রাচীনকাল থেকেই বাংলাদেশের মানুষ কাপড় বোনার জন্য বিখ্যাত। বাংলাদেশের তাঁতিদের তৈরি পাঁচটি বিখ্যাত কাপড় হলো: মসলিন, জামদানি, বালুচরি, তসর ও রেশমের শাড়ি।

পিএসসি গণিত সাজেশন।


বিষয়ঃ গণিত
( Suggesion)
বিঃদ্রঃ দয়াকরে সবাই
শেয়ার করুন।।
কমন আসতে পারে।।
বিশেষ প্রস্তুতি..
১. সঠিক
উত্তরটি খাতায় লেখ
১x১০=১০
(ক) ৭২৩x৬৪=৪৬২৭২,
এখানে কোনটি গুণক?
(১) ৭২৩x৬৪ (২) ৭২৩
(৩) ৬৪ (৪) ৪৬২৭২
(খ) কোন
সূত্রটি সঠিক?
(১) গুণক÷গুণ্য=গুণফ ল
(২) গুণ্যxগুণনীয়ক=গ
ুণফল
(৩) গুণ্যxগুণক=গুণফ ল
(৪) গুণ্য÷গুণফণ=গুণ ক
(গ) ২, ৮, ০, ৫
দ্বারা গঠিত
ক্ষুুদ্রতম
সংখ্যা কোনটি?
(১) ৮০৫২ (২) ২০৫৮
(৩) ৮৫২০ (৪) ০২৫৮
(ঘ) ১০০ লিচুর দাম ৩০০
টকা হলে,
১টি লিচুর দাম কত?
(১) ১ টাকা (২) ২ টাকা
(৩) ৩ টাকা (৪) ৪ টাকা
(ঙ) মৌলিক সংখ্যার
উৎপাদকের
সংখ্যা কত?
(১) ১ (২) ২ (৩) ৩ (৪) ৪
(চ) তিনটি সংখ্যার
গড় ১৭।
সংখ্যাগুলোর যোগফল
কত?
(১) ৩৯ (২) ২৭ (৩) ৫১ (৪)
৫৪
(ছ)
কোনটি প্রক্রিয়া প্রতীক?
(১) দ্ধ (২) { } (৩) ০ (৪)
#
(জ) কোন
সালটি অধিবর্ষ?
(১) ২০১০ (২) ২০১১
(৩) ২০১২ (৪) ২০১৪
(ঝ) ১ মিলিমিটার
সমান কত মিটার?
(১) ০.১০০ মিটার (২)
০.০০১
মিটার
(৩) ০.০১ মিটার (৪)
১০০০ মিটার
(ঞ) আয়তক্ষেত্রের
ক্ষেত্রে কোনটি সঠিক?
(১) প্রস্থ > দৈর্ঘ্য (২)
দৈর্ঘ্য >
প্রস্থ
(৩) দৈর্ঘ্য=প্রস্থ (৪)
দৈর্ঘ্য দ্ধ
প্রস্থ
২. সংক্ষেপে উত্তর
দাও :<br /> ১x১০=১০
(ক) প্রতীকের
সাহায্যে প্রকাশ কর :<br /> তিন কোটি পাঁচ হাজার
বার।
(খ) ০.০৭÷১০= কত?
(গ).০০১ x □ = .০০১
খালি ঘরের
মান
কত?
(ঘ) ১৫-এর
গুণনীয়কগুলো লেখ।
(ঙ) আসল নির্ণয়ের
সূত্র লেখ।
(চ) 7 15 , 3 7 34 এর
মধ্যে কোনটি বড়,
প্রতীকের
সাহায্যে দেখাও।
(ঙ) কোন
রীতিতে সকাল, দুপুর,
বিকাল,
সন্ধ্যা, রাত বলা হয়
না?
(জ) প্রদত্ত তথ্য
বা সংগৃহীত উপাত্ত
সহজে বোঝার ও
দৃশ্যমান করা হয়
কিসের
মাধ্যমে?
(ঝ) যে সামান্তরিকের
দুটির সন্নিহিত
বাহু সমান
তাকে কী বলে?
(ঞ) ব্যাস ব্যাসার্ধের
কতগুণ?
৩.
কোনো ছাত্রাবাসে ৫০০
জন
ছাত্রের
৫০ দিনের খাবার
আছে। ১০ দিন পর
ওই
ছাত্রাবাসে আরও ৩০০
জন ছাত্র
এলো।
(ক) ১০ দিন পর ওই
ছাত্রাবাসের
ছাত্র
সংখ্যা কত?
(খ) ১০ দিন পর ওই
ছাত্রাবাসে কত
দিনের খাদ্য অবশিষ্ট
আছে?
(গ) অবশিষ্ট খাদ্যে ১
জন ছাত্রের
কতদিন চলবে?
(ঘ) বাকি খাদ্যে মোট
ছাত্রের কত দিন
চলবে?
(ঙ) ৩০০ জন ছাত্র
আসায় তারা কত
দিন
কম খেতে পারবে?
৪. চারটি সংখ্যার
যোগফল
৪৬৮৫২০।
প্রথম
২টি সংখ্যা ৮৩৫৮৪ ও
৬৪২০৯,
তৃতীয় সংখ্যাটি প্রথম
সংখ্যা অপেক্ষা ৯৪৮৫
কম। চতুর্থ
সংখ্যাটি কত?
৫. দোলন ৫ম শ্রেণির
সমাপনী পরীক্ষায়
বাংলায় ৮২,
ইংরেজিতে ৭৫,
গণিতে ৯২, বাংলাদেশ
ও বিশ্বপরিচয়ে ৭৮,
বিজ্ঞানে ৯৩ ও
ধর্মে ৯৬ নম্বর
পেয়েছে।
(ক) সে বাংলা,
ইংরেজি, গণিতে মোট
কত নম্বর পেয়েছে?
(খ) সে বাংলাদেশ ও
বিশ্বপরিচয়,
বিজ্ঞান ও ধর্মে মোট
কত নম্বর
পেয়েছে?
(গ) বাংলা, ইংরেজি,
গণিতে এই তিন
বিষয়ের নম্বর
এবং বাংলাদেশ ও
বিশ্বপরিচয়,
বিজ্ঞান ও ধর্ম এই
তিন
বিষয়ের নম্বরের
পার্থক্য কত?
(ঘ) সব বিষয়ে মোট
নম্বর কত?
(ঙ) মোট নম্বর ৬০
বেশি পেলে গড়
নম্বর কত হবে?
৬.
চারটি ঘণ্টা একত্রে বেজে
পরে ৫,
৭,
১২ এবং ১৫ মিনিট
অন্তর
বাজতে লাগল। ন্যূনতম
কতক্ষণ
পরে ঘণ্টাগুলো পুনরায়
একত্রে বাজবে?
৭. শুভ তাদের ঘরের
দেয়ালের 2 25
অংশ রং করে। শুভর
ছোট বোন সেতু
দেয়ালের 2 17 অংশ
রং করে।
কে বেশি রং করে?
৮. একটি গাড়ি ঘণ্টায়
৪৬.৮
কিলোমিটার যায়।
গাড়িটির ২৫৭.৪
কিলোমিটার
যেতে কত সময়
লাগবে?
৯. বিরামপুর গ্রামের
লোকসংখ্যা ৫%
বৃদ্ধি পেয়ে ২১০০ জন
হল। আগে ওই
গ্রামের
লোকসংখ্যা কতজন
ছিল?
১০.
একটি ত্রিভুজাকার
জমির ভূমির
পরিমাপ ৫৬০ মিটার
এবং উচ্চতা ৩০০
মিটার। এর
ক্ষেত্রফল
হেক্টরে প্রকাশ
কর।
১১. ৩ বছর ৫ মাস ১৫
দিনকে মিনিটে পরিণত
কর।
১২. পটুয়াখালী জেলার
লোকসংখ্যা প্রায় ১৫
লাখ ১৬ হাজার
এবং এরিয়া ৩২২১
বর্গকিলোমিটার।
পটুয়াখালী জেলার
জনসংখ্যার ঘনত্ব
কত?
জ্যামিতি
(ক) ৩ সেমি.
ব্যাসার্ধের
একটি বৃত্ত
আঁক। বৃত্তের
একটি ব্যাস
এবং ব্যাস
নয়
এমন একটি জ্যা আঁক।
(খ) চিত্রসহ
সংজ্ঞা লেখ
(যে কোনো ২টি)
চতুর্ভুজ,
সামান্তরিক,
চাপ।

পিএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় সাজেশন।


প্রাথমিক শিক্ষা সমাপণী
পরিক্ষার প্রস্তুতি=২০১৫
বিষয়ঃবাংলাদেশ ও
বিশ্বপরিচয়
রচনামূলক প্রশ্নের সাজেশনসঃ
পাট্য বই ঃ
প্রথম অধ্যায়ঃ৪নং=ক,খ,গ,ঘ,চ,ছ
দ্বিতীয় অধ্যায়ঃ৪নং=ক,গ,ঙ
তৃতীয় অধ্যায়ঃ৪নং=ক,গ,ঙ,চ
চতুর্থ অধ্যায়ঃ৪নং=ক,খ,ঘ,ঙ,চ
পঞ্চম অধ্যায়ঃ৪নং=ক,খ,ঘ,ঙ


♠..আজ এই পর্যন্ত,আমি মেহেদীর সাথে আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে

pSC প্রাথমিক বিজ্ঞান সাজেশন।


>>প্রাথমিক শিক্ষা
সমাপণী পরিক্ষার
প্রস্তুতি=২০১৫
বিষয়ঃপ্রাথমিক বিজ্ঞান
ষষ্ঠ অধ্যায়=১,৩,৪
সপ্তম অধ্যায়=সংক্ষিপ্
তঃসব,রচনামূলকঃসব
অষ্টম অধ্যায়=সংক্ষিপ্
ত:১,২,৩,৪,৬.রচনামূলক:২,৩,৪,৬
নবম অধ্যায়=সংক্ষিপ্ত:১,২,৪,৫.
রচয়ামূলক:৩,৫,৬,৭
দশম অধ্যায়=সংক্ষিপ্ত:২,৩,৪.
রচনামূলক:২,৩,৪
একাদশ অধ্যায়=সংক্ষিপ্
ত:১,২,৩.রচনামূলক:৩,৪,৫
দ্বাদশ অধ্যায়=সংক্ষিপ্
ত:১.রচনামূলক:১,২,৩,৫
ত্রয়োদশ অধ্যায়:৩,৪,৫
চতুর্দশ অধ্যায়=১,২,৩
>>পরবর্তী পোস্টে বিজ্ঞানের
কাঠামোগত সাজেশন দেয়া
হবে।


♠..আজ এই পর্যন্ত,আমি মেহেদীর সাথে আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে..♠ 

♥..সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় pscexam2015.blogspot.in এর সাথেই..♥ 

PSC English Suggestion for all Board


>প্রাথমিক শিক্ষা
সমাপণী পরিক্ষা
প্রস্তুতি=২০১৫<
প্রাথমিক
# ইংরেজিঃ
>All Board<
Important Seen Comprehension +Unseen
Comprehension
***1)Saikat lives with his parents.....boo
ks everyday[lesson-04]
***2)There is a well-known
saying...lessons better.[lesson-07]
***3)Raju is a firefighter....be firefighter
***4)Once there was a hare.....steady
wins the race.[lesson-18]
**5)A Birthday is memorable.....[
Lesson-19]
***6)Olympic Games is the
biggest...london in ,2012[Lesson-22]
**7)The sunshine is a wellknown
magazine.....[lesson-26]
***8)My name is shuvo.....[lesson-26]
**9)Laila and Bithi are friends...[less
on-28]
>Unseen
Comprehension
1)There lived a sheperd
.....lies.
2)Bayazid was a
small....later.
3)Once there lived a
clever.....life .
4)It was a hot
summer......hap pily.
5)Once there was a
poor.....foreve r.
6)The name of
our....very much.
7)A Farmer had three
sons......unite d.
8)The crow is an
ugly.....nature .


♠..আজ এই পর্যন্ত,আমি মেহেদীর সাথে আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে..♠ 

♥..সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় Helpline25.Tk এর সাথেই..♥ 

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫

জেএসসি চারু ও কারুকলা সাজেশন


★জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০১৫★

JSC চারু ও কারুকলা

রচনামূলক অংশ

১। ২১ এর প্রভাত ফেরীতে আল্পনা ও পরবর্তী সময়ে আল্পনার ব্যাবহার বিষয়ে লিখ।
২। পাবলো পিকাসো ছিলেন বহু প্রতিভার অধিকারী - তোমার মতামত বিশ্লেষণ কর।
৩।আমাদের লোকশিল্প সম্পর্কে যা জানো তা লিখ।
৪।প্রাচীন শিল্পকলার নির্মাণশৈলীরর বর্ণনা দাও।
৫।আমাদের ভাষা ও সংস্কৃতিতে চারু ও কারু শিল্পীদের অবদান উল্লেখ কর।

অঙ্কনভিত্তিক অংশ

১। শীতকালের একটি দৃশ্য অঙ্কন কর।
২। তোমার পছন্দের ঋতু অঙ্কন কর।
৩। মুক্তিযুদ্ধের একটি চিত্র আক।

কারুকলার অংশ

১। জ্যামিতিক প্যাটার্ণের একটি আল্পনা আক।
২। ফুলদানি একে নকশা কর।
৩। ফুল ও লতাপাতা দিয়ে নকশা আক।

বহুনির্বাচনী অংশ

১।সবচেয়ে শক্ত শ্রেণির শিষ কোনটি?
ক)HB খ)2B গ)4B ঘ)6BB
২।গুয়ের্নিকা কার আকা?
ক) পাবলো পিকাসো খ)রবীন্দ্রনাথ ঠাকুর গ)ভ্যানগন ঘ)লিওনার্দো
৩।মৌর্য বংশের রাজা কে?
ক) শামসুদ্দিন খ) অশোক গ)জামালঊদ্দিন ঘ)আলাউদ্দিন
৪।বোর্ড পেপারের মাপ কত?
ক)২২ x ২৮ খ)২০ x ৩০ গ)৩১ x ৪২ ঘ)১২ x ২৪
৫।কোনটি ছবি আকার উপকরন নয়?
ক) জল খ) ইজেল গ) তুলি ঘ)মাটি
৬। তেলরঙ এ কোন তেল ব্যাবহার করা হয়?
ক) কেরোসিন খ) সয়াবিন গ) সরিষা ঘ)তিশি
৭। রবীন্দ্রনাথ এর প্রথম চিত্রপ্রদর্শনী কবে হয়?
ক) ১৯৩৮ খ) ১৯২২ গ) ১৯৪১ ঘ)১৯৩০
৮।নন্দন কি অর্থে ব্যাবহার হয়?
ক) কুতসিত খ) সুন্দর গ) ধূর্ত ঘ)শোখিন
৯।বাংলায় পাকিস্তানের কত ভাগ মানুষ কথা বলত?
ক) ৫৫ খ) ৪৫ গ) ৫০ ঘ)৪০
১০। নবান্ন স্ক্রল কত বর্গফুট?
ক) ১২০ খ) ১৮০ গ)৩৬০ ঘ)৩৮০
১১। কার নাম লাল মিয়া ছিলো?
ক) এস এম সুলতান খ) রবীন্দ্রনাথ গ) কামরুল ঘ)জয়নুল

সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫

জেসছি পিসছি অ্যান্ড জেডেশি এক্সাম এর রেজাল্ট ১৯৯৬-২০১৫

MY name is md nazmul haque..call me 01874262831

Official Website of jsc exam 2015 
                   





Examination:
Year:
Board:
Roll:
3 + 7=

 আমার নাম নাজমুল হকক ঃ আমি জানি যে অনেকে এই রেজাল্ট জানার জন্য ২০ টাকা নেয় কিন্তু আমি   তা করবনা আমি ফ্রী এই ওয়েব সাইট এ দিয়া দিলাম কল কর যদি হেল্প লাগে ০১৮৭৪২৬২৮৬৩১;

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫

JSC বিজ্ঞান প্রশ্নের সুপার কমন সাজেশন


গুরুত্বপূর্ণ পাঠগুলো স্টার(*) দিয়ে চিহ্নিত করে দেওয়া
হয়েছে।
অধ্যায়ঃ ১, ৪, ৬, ৭, ১২ এর সবগুলো পাঠ।
অধ্যায়ঃ ১৩ এর পাঠ- ২ ও ৩, ৪ ও ৫, ৭*, ৮*।
অধ্যায়ঃ ১৪ এর পাঠ- ১, ২, ৩-৫*, ৬ ও ৭*।

অধ্যায়ঃ ২ এর পাঠ- ১ (মিয়োসিস ছাড়া), ২, ৩ এর
(অ্যানাফেজ ছাড়া), ৫ ও ৬*।
অধ্যায়ঃ ৩ এর পাঠ- ১ ও ২, ৩, ৪, ৫*(উদ্ভিদের পানি শোষণ
পদ্ধতি ও ইমবাইবিশণ ছাড়া), ৬*, ৭, ৮*।
অধ্যায়ঃ ৫ এর পাঠ- ১-৩, ৪ ও ৫*, ১১ ও ১২*।
অধ্যায়ঃ ৮ এর পাঠ- ১, ২ ও ৩*, ৮-১১*, ১২-১৪*। অধ্যায়ঃ ৯ এর পাঠ- ১, ৪ ও ৫*(রোধ ছাড়া), ৯ ও ১০, ১১*,
১২*।
অধ্যায়ঃ ১০ এর পাঠ- ১-৪(নির্দেশক ছাড়া), ৫, ৭-১০*,
১১-১৩।
অধ্যায়ঃ ১১ এর পাঠ- ১, ২ ও ৩*, ৪ ও ৫, ৮*, ৯ ও ১০*।

ইনশাআল্লাহ্ আপনাদের কমন পড়বে ,
আপনাদের কাছে আমার অনুরোধ ঠিকমত ,
লেখা পড়া করবেন, আর পোস্টটি ফেইসবুকে শেয়ার করতে
ভুলবেন না ।
নিজে জানুন এবং অন্যকে জানাতে সাহায্য করুন

JSC Science Suggestion for Dhaka Board



JSC Examination, 2015
বিষয়ঃ বিজ্ঞান, বহুনির্বাচনী
সিলেবাস অনুযায়ী সাজেশন
বিষয় কোডঃ ১২৭, রোজঃ
রবিবার, সময় সকাল ১০টা
প্রশ্নঃ ভরের একক কী ?
প্রশ্নঃ অক্সিজেনের ভর
সংখ্যা কত ?
প্রশ্নঃ সোডিয়ামে কয়টি
নিউট্রন থাকে ?
প্রশ্নঃ নিউরন কয়টি অংশ
নিয়ে গঠিত ?
প্রশ্নঃ চাম্পা কোন ধরনের
ফল ?
প্রশ্নঃ কোন ধরনের ফল
রসাল বা শুষ্ক হতে পারে?
প্রশ্নঃ প্রস্বেদন কয় প্রকার ?
প্রশ্নঃ অপটিক্যাল ফাইবার
কোন কাজে ব্যবহৃত হয়?
প্রশ্নঃ বৃহস্পতি গ্রহের
উপগ্রহ কয়টি ?
প্রশ্নঃ সূর্যের নিকটতম
গ্রহের নাম কি ?
প্রশ্নঃ মানবদেহে প্রায় কত
গ্রাম শর্করা জমা থাকতে
পারে ?
বিঃদ্রঃ আপনার যে বোড এর
সাজেশন লাগবে শুধু বোড
এর নাম লিখে "'Comment'"
করুন|||

জেএসসি বিজ্ঞান সুপার কমন সাজেসন সকল বোর্ডের জন্য


বিজ্ঞান..... বহুনির্বাচনী প্রশ্ন

পরীক্ষায় কমন পেতে
সাজেশন থেকে কিছু প্রশ্ন
এবং উওর দেয়া হলঃ----

প্রশ্নঃ তারা মাছ কোন
পর্বের প্রানী ?
উওরঃ মলাস্কা
প্রশ্নঃ কোন পর্বের প্রানীরা
স্পঞ্জ নামে পরিচিত ?
উওরঃ পরিফেরা
প্রশ্নঃ শ্রেণীবিন্যাসের
জনকের নাম কি ?
উওরঃ ক্যারোলাস লিনিয়াস
প্রশ্নঃ কোষ বিভাজন কত
প্রকার ?
উওরঃ ৩ প্রকার
প্রশ্নঃ মানাষের চোখের রং
নিয়ন্ত্রণ করে কোনটি ?
উওরঃ ডি. এন. এ
প্রশ্নঃ মানব দেহে ক্রোমো
জোমের সংখ্যা কয়টি ?
উওরঃ ৪৬টি
প্রশ্নঃ মাটির রস থেকে
খনিজ লবন কয় ভাগে ভাগ
করা যায় ?
উওরঃ ২ ভাগে
প্রশ্নঃ দলমন্ডল বাইরের দিক
থেকে কত স্তবক ?
উওরঃ দ্বিতীয় স্তবক
পরীক্ষায় কমন পেতে
সাজেশন থেকে কিছু প্রশ্ন
এবং উওর দেয়া হলঃ----
প্রশ্নঃ তারা মাছ কোন
পর্বের প্রানী ?
উওরঃ মলাস্কা
প্রশ্নঃ কোন পর্বের প্রানীরা
স্পঞ্জ নামে পরিচিত ?
উওরঃ পরিফেরা
প্রশ্নঃ শ্রেণীবিন্যাসের
জনকের নাম কি ?
উওরঃ ক্যারোলাস লিনিয়াস
প্রশ্নঃ কোষ বিভাজন কত
প্রকার ?
উওরঃ ৩ প্রকার
প্রশ্নঃ মানাষের চোখের রং
নিয়ন্ত্রণ করে কোনটি ?
উওরঃ ডি. এন. এ
প্রশ্নঃ মানব দেহে ক্রোমো
জোমের সংখ্যা কয়টি ?
উওরঃ ৪৬টি
প্রশ্নঃ মাটির রস থেকে
খনিজ লবন কয় ভাগে ভাগ
করা যায় ?
উওরঃ ২ ভাগে
প্রশ্নঃ দলমন্ডল বাইরের দিক
থেকে কত স্তবক ?
উওরঃ দ্বিতীয় স্তবক
বিজ্ঞান সুপার কমন সাজেসন সকল বোর্ডের জন্য

জে.এস.সি || বিজ্ঞান নৈর্ব্যক্তিক সুপার কমন সাজেশন




জে.এস.সি || বিজ্ঞান নৈর্ব্যক্তিক সুপার কমন সাজেশন 

১.
নিউরন-
i. স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক
ii. মানবদেহের ক্ষুদ্রতম কোষ
iii. প্রধান দু’টি অংশ নিয়ে গঠিত
নিচের কোনটি সঠিক?
Ο ক)

i

Ο খ)

i ও iii

Ο গ)

ii

Ο ঘ)

iii
সঠিক উত্তর: (খ)
২.
নিচের কোনটি বিদ্যুৎ সঞ্চালন করে না?
Ο ক)

রবার

Ο খ)

তামা

Ο গ)

লোহা

Ο ঘ)

পিতল
সঠিক উত্তর: (ক)
৩.
প্রাণীর বিভিন্নতা কিসের ওপর নির্ভর করে?
Ο ক)

তাপমাত্রা

Ο খ)

আবহাওয়া

Ο গ)

জলবায়ু

Ο ঘ)
পরিবেশের বৈচিত্র্য
সঠিক উত্তর: (ঘ)
৪.

পরমাণু গঠিত-
i. ইলেকট্রন দ্বারা
ii. প্রোটন দ্বারা
iii. নিউট্রন দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক)

i

Ο খ)

ii

Ο গ)

iii

Ο ঘ)

i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫.
মাইটোসিস বিভাজনটি কয়টি পর্যায়ে সম্পন্ন হয়?
Ο ক)



Ο খ)



Ο গ)



Ο ঘ)


সঠিক উত্তর: (ঘ)
৬.
চুনাপাথরকে উত্তপ্ত করলে কয়টি যৌগ উৎপন্ন হয়?
Ο ক)

5

Ο খ)

3

Ο গ)

4

Ο ঘ)

2
সঠিক উত্তর: (ঘ)
৭.

শিখাকোষ এর কাজ কী?
Ο ক)

শ্বসন

Ο খ)

পরিপাক

Ο গ)

রেচন

Ο ঘ)
শিকার ধরা
সঠিক উত্তর: (গ)
৮.
বিদ্যুৎ প্রবাহের একক কী?
Ο ক)

কুলম্ব

Ο খ)

অ্যাম্পিয়ার

Ο গ)

ভোল্ট

Ο ঘ)

ও’ম
সঠিক উত্তর: (খ)
৯.
বিদ্যুৎ প্রবাহ পরিমাপের জন্য কোনটি ব্যবহৃত হয়?
Ο ক)

পটেনশিওমিটার

Ο খ)

ভোল্টমিটার

Ο গ)

অ্যামিটার
Ο ঘ)

থার্মোমিটার
সঠিক উত্তর: (গ)
১০.
পদার্থ নিরবচ্ছিন্ন একথা কে প্রকাশ করেন?
Ο ক)

প্লেটো

Ο খ)

অ্যারিসস্টটল

Ο গ)

বার্জেলিয়াস
Ο ঘ)

থিওডোর সোয়ান
সঠিক উত্তর: (খ)
১১.
কন্দের মাধ্রমে প্রজনন হয়-
i. পিঁয়াজ
ii. রসুন
iii. পুদিনা
নিচের কোনটি সঠিক?
Ο ক)

i ও ii

Ο খ)

i

Ο গ)

ii

Ο ঘ)

iii
সঠিক উত্তর: (ক)
১২.
নিচের কোন হরমোনটি গ্যাসীয় পদার্থ?
Ο ক)

অক্সিন

Ο খ)

জিব্বেরেলিন

Ο গ)

ইথিলিন

Ο ঘ)
সাইটোকাইনিন
সঠিক উত্তর: (গ)
১৩.

Atomos শব্দের অর্থ কী?
Ο ক)

স্থিতিশীল

Ο খ)

নিস্ক্রিয়

Ο গ)

বিভাজ্য

Ο ঘ)
অবিভাজ্য
সঠিক উত্তর: (ঘ)
১৪.
চোখের কর্ণিয়ার ঠিক পিছনে অবস্থিত অস্বচ্ছ পদার্থটিতে কী বলে?
Ο ক)

চক্ষু গোলক

Ο খ)

আইরিস

Ο গ)

অক্ষিপট

Ο ঘ)
কোরয়েড
সঠিক উত্তর: (খ)
১৫.
নিচের কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলোর দৈর্ঘ্য বৃদ্ধি পায়?
Ο ক)

অক্সিন

Ο খ)

জিব্বেরেলিন

Ο গ)

ইথিলিন

Ο ঘ)
ফ্লোরিজেন
সঠিক উত্তর: (খ)
১৬.
অ্যাপেল কোন এসিড বিদ্যমান?
Ο ক)

ট্যানিক

Ο খ)

ম্যালিক

Ο গ)

সাইট্রিক

Ο ঘ)
টারটারিক
সঠিক উত্তর: (খ)
১৭.
ক্ষার স্পর্শ করলে কেমন অনুভূত হয়?
Ο ক)

শুকনো

Ο খ)

দানাদার

Ο গ)

চটচটে

Ο ঘ)
পিচ্ছিল
সঠিক উত্তর: (ঘ)
১৮.
অপ্রকৃত ফলের উদাহরণ হচ্ছে-
i. আম
ii. আপেল
iii. চালতা
নিচের কোনটি সঠিক?
Ο ক)

i

Ο খ)

ii

Ο গ)

ii ও iii

Ο ঘ)

iii
সঠিক উত্তর: (গ)
১৯.
NaOH রাসায়নিক পদার্থটি-
i. ক্ষারীয় প্রকৃতির
ii. নীল লিটমাসকে লাল করে
iii. সাবানের মূল উপাদান
নিচের কোনটি সঠিক?
Ο ক)

i

Ο খ)

i ও iii

Ο গ)

ii

Ο ঘ)

iii
সঠিক উত্তর: (খ)
২০.
অতি বৃহৎ নক্ষত্রের রং কী?
Ο ক)

লাল

Ο খ)

নীল

Ο গ)

হলুদ

Ο ঘ)

সবুজ
সঠিক উত্তর: (ক)
২১.
এককোষী জীব-
i. মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে
ii. অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে
iii. ঈস্ট, ছত্রাক, অ্যামিবা, ব্যাকটেরিয়া�
নিচের কোনটি সঠিক?
Ο ক)

i ও ii

Ο খ)

i ও iii

Ο গ)

ii ও iii

Ο ঘ)

i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২২.
বীজত্বকের বাইরের অংশকে কী বলে?
Ο ক)

টেগমেন

Ο খ)

টেস্টা

Ο গ)

জার্মপের

Ο ঘ)
এপিকোটাইল
সঠিক উত্তর: (খ)
২৩.
মোমের দহনে রাসায়নিক শক্তি পরিবর্তিত হয়-
i. তাপশক্তি
ii. আলো শক্তি
iii. শব্দ শক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক)

i ও ii

Ο খ)

i

Ο গ)

ii

Ο ঘ)

iii
সঠিক উত্তর: (ক)
২৪.
সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ কোনটি?
Ο ক)

বুধ

Ο খ)

শুক্র

Ο গ)

পৃথিবী

Ο ঘ)

মঙ্গল
সঠিক উত্তর: (গ)
২৫.
নিউরনের কোষদেহের চারিদিক থেকে উৎপন্ন শাখা-প্রশাখাগুলোকে কী বলে?
Ο ক)

ডেনড্রন

Ο খ)

অ্যাক্সন

Ο গ)

থ্যালামাস

Ο ঘ)
ডেনড্রাইট
সঠিক উত্তর: (ক)
২৬.

অজৈব উপাদান হলো-
Ο ক)

অক্সিজেন

Ο খ)

জলবায়ু

Ο গ)

ইউরিয়া

Ο ঘ)
ব্যাকটেরিয়া
সঠিক উত্তর: (ক)
২৭.
কান্ডের মোটা হওয়ার সাথে জড়িত কোনটি?
Ο ক)

পিথ

Ο খ)

এন্ডোডার্ম

Ο গ)

কর্টেক্স

Ο ঘ)
ক্যাম্বিয়াম বলয়
সঠিক উত্তর: (ঘ)
২৮.
প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে কী গঠন করে?
Ο ক)

সেন্ট্রোমিয়ার

Ο খ)

ক্রোমাটিড

Ο গ)

সেন্ট্রিওল
Ο ঘ)

মিউকর
সঠিক উত্তর: (খ)
২৯.
শাখা কলমে মূল সৃষ্টিতে সহায়তা করে-
i. অক্সিন
ii. জিবেরেলিন
iii. ইথিলিন
নিচের কোনটি সঠিক?
Ο ক)

i ও ii

Ο খ)

i

Ο গ)

ii

Ο ঘ)

iii
সঠিক উত্তর: (ক)
৩০.
ডাল্টনের পরমাণুবাদের সীমাবদ্ধতা দূর করার জন্য গ্রহণযোগ্যতা পায়-
i. বোরের পরমাণু মডেল
ii. অ্যারিস্টটলের পরমাণু মডেল
iii. রাদারফোর্ডের পরমাণু মডেল
নিচের কোনটি সঠিক?
Ο ক)

i

Ο খ)

i ও iii

Ο গ)

ii

Ο ঘ)

iii
সঠিক উত্তর: (খ)
৩১.
বাস্তুতন্ত্রের খাদকেরা কীভাবে শক্তি লাভ করে?
Ο ক)

খাদ্যশৃঙ্খলের মাধ্যমে

Ο খ)

খাদ্যজালের মাধ্যমে
Ο গ)

খাদ্য পিরামিডের মাধ্যমে

Ο ঘ)

উৎপাদকের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
৩২.

ছোট দিনের উদ্ভিদ কোনটি?
Ο ক)

চন্দ্রমল্লিকা

Ο খ)

সুর্যমূখী

Ο গ)

গোলাপ

Ο ঘ)

গম
সঠিক উত্তর: (ক)
৩৩.
জিবেরেলিনের উপস্থিতি দেখা যায়-
Ο ক)

বীজপত্রে

Ο খ)

মূলে

Ο গ)

ফলে

Ο ঘ)

ফুলে
সঠিক উত্তর: (ক)
৩৪.

FeSO4 এর বর্ণ কীরূপ?
Ο ক)

সবুজাভ নীল

Ο খ)

নীল

Ο গ)

গাঢ় হলুদ

Ο ঘ)
সবুজ
সঠিক উত্তর: (ঘ)
৩৫.

বৃদ্ধি সহায়ক হরমোন-
i. অক্সিন
ii. জিবেরেলিন
iii. ইলিথিন
নিচের কোনটি সঠিক?
Ο ক)

i ও ii

Ο খ)

i

Ο গ)

ii

Ο ঘ)

iii
সঠিক উত্তর: (ক)
৩৬.
উদ্ভিদের দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রস্বেদনের মাধ্যমে দেহ থেকে কোন প্রক্রিয়ায় বের হয়?
Ο ক)

অভিস্রবণ

Ο খ)

ব্যাপন

Ο গ)

ইমবাইবিশন

Ο ঘ)
সালোকসংশ্লেষণ
সঠিক উত্তর: (খ)
৩৭.
বৈদ্যুতিক দুর্ঘটনা রোধ করতে হলে-
i. ঠিক মানের ফিউজ তার ব্যবহার করতে হবে
ii. উন্নত মানের তার ব্যবহার করতে হবে
iii. কখনো আর্থ সংযোগ দেওয়া যাবে না
নিচের কোনটি সঠিক?
Ο ক)

i ও ii

Ο খ)

i

Ο গ)

ii

Ο ঘ)

iii
সঠিক উত্তর: (ক)
৩৮.
রাদারফোর্ডের পরমাণু মডেল নিচের কোনটির সাথে তুলনীয়?
Ο ক)

কক্ষপথ

Ο খ)

সৌরজগত

Ο গ)

ছায়াপথ

Ο ঘ)
নীহারিকা
সঠিক উত্তর: (খ)
৩৯.

পর-পরাগায়ন হয়-
i. শিমুলে
ii. পেঁপেতে
iii. সরিষায়
নিচের কোনটি সঠিক?
Ο ক)

i ও ii

Ο খ)

i

Ο গ)

ii

Ο ঘ)

iii
সঠিক উত্তর: (ক)
৪০.

তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হচ্ছে-
i. সোডিয়াম ক্লোরাইড
ii. গ্লুকোজ
iii. চিনি
নিচের কোনটি সঠিক?
Ο ক)

i

Ο খ)

ii

Ο গ)

ii ও iii

Ο ঘ)

iii
সঠিক উত্তর: (গ)
৪১.
অভিলম্ব ও বিভেদ তলের মধ্যবর্তী কোণের মান কত?
Ο ক)

00

Ο খ)

300

Ο গ)

600

Ο ঘ)

900
সঠিক উত্তর: (ঘ)
৪২.

লিথিয়ামের প্রতীক কোনটি?
Ο ক)

Lu

Ο খ)

Li

Ο গ)

Le

Ο ঘ)

Lr
সঠিক উত্তর: (খ)
৪৩.

বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ?
Ο ক)

১৩টি

Ο খ)

২৭টি

Ο গ)

৩৪টি

Ο ঘ)

৬৩টি
সঠিক উত্তর: (ঘ)
৪৪.
নিচের কোন প্রাণীটির মেরুদন্ড নেই?
Ο ক)

অ্যামিবার

Ο খ)

তারামাছ

Ο গ)

তেলাপোকা

Ο ঘ)
সবগুলো সঠিক
সঠিক উত্তর: (ঘ)
৪৫.

কোনটি নির্দেশক?
Ο ক)

মিথানয়িক এসিড

Ο খ)

মিথাইল রেড

Ο গ)
সোডিয়াম হাইড্রোঅক্সাইড

Ο ঘ)

পটাসিয়াম ক্লোরাইড
সঠিক উত্তর: (খ)
৪৬.
কোনটির নিজস্ব আলো ও উত্তাপ আছে?
Ο ক)

গ্রহ

Ο খ)

নক্ষত্র

Ο গ)

উপগ্রহ

Ο ঘ)
কৃত্রিম উপগ্রহ
সঠিক উত্তর: (খ)
৪৭.
নিচের কোনটি শোষণ প্রক্রিয়া?
Ο ক)

অভিস্রবণ

Ο খ)

ব্যাপন

Ο গ)

প্রস্বেদন

Ο ঘ)
ইমবাইবিশন
সঠিক উত্তর: (ঘ)
৪৮.
কোন ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়?
Ο ক)

টেলিকমিউনিকেশন্স

Ο খ)

এগ্রিকালচার

Ο গ)
ফিশারীজ

Ο ঘ)

খেলাধুলা
সঠিক উত্তর: (ক)
উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:<br /> অমেরুদন্ডী প্রাণীগুলো যেমন মানুষের জীবিকা নির্বাহে নানা অবদান রাখে তেমনি অর্থকরী ফসলের রোগ সৃষ্টির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত করে।
৪৯.
উদ্দীপকের উপকারী প্রাণীগুলো হল-
i. চিংড়ি
ii. কাঁকড়া
iii. প্রজাপতি�
নিচের কোনটি সঠিক?
Ο ক)

i ও ii

Ο খ)

i ও iii

Ο গ)

ii ও iii

Ο ঘ)

i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫০.
কীভাবে উদ্দীপকের প্রাণীসমূহ জাতীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে?
Ο ক)

ফসলের উৎপাদন কমায়

Ο খ)
উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত করে

Ο গ)

ফসলের রোগ সৃষ্টি করে
Ο ঘ)

ক্ষতিকর পতঙ্গ ধ্বংস করে
সঠিক উত্তর: (গ)

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫

জেএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় সুপার সাজেশন



বাংলাদেশ ও বিশ্বপরিচয় সাজেশন।

গুরুত্বপূর্ণ পাঠগুলো স্টার(*) দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে।
বিভাগ-(ক
)

অধ্যায়ঃ ২ এর পাঠ- ১*, ৩*, ৬*, ৭*, ৮, ৯*, ১০, ১১*
অধ্যায়ঃ ৬ এর
পাঠ- ৪, ৩* (মানব সম্পদ উন্নয়নে করণীয় পর্যন্ত)
অধ্যায়ঃ ৭ এর পাঠ- ১, ৩*, ৪*, (৭ ও ৮)*
অধ্যায়ঃ ৮ এর পাঠ-
(১ ও ২), ৩, (৪ ও ৫ এর খরা, ভূমিকম্প ছাড়া )
অধ্যায়ঃ ১০ এর সবগুলো পাঠ
অধ্যায়ঃ ১১ এর পাঠ- ১, ২*, ৫*, ৬
অধ্যায়ঃ ১৩ এর পাঠ- ১, ২, ৩*, (৪ ও ৫)*


বি.দ্র.- আশা করি, (ক) অংশ পড়লেই ৬ টি সৃজনশীল কমন পরবে।

বিভাগ-(খ)

অধ্যায়ঃ ৪, ৯ এর সবগুলো পাঠ।
অধ্যায়ঃ ৩ এর পাঠ- ১, ৪
অধ্যায়ঃ ১ এর পাঠ- ১, ২, ৩, ৪*, ৫*, ৬*,৭*
অধ্যায়ঃ ৫ এর পাঠ- ১*, (২ ও ৩)*,

অধ্যায়ঃ ১২ এর পাঠ- ১*, ৩, ৪*, ৫*

জেএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় নৈর্ব্যক্তিক সুপার কমন সাজেশন


১.মুক্তিযুদ্ধ চলাকালীনবাংলাদেশের
রনাঙ্গনকে কয়টিসেক্টরে বিভক্ত করা
হয়?
Ο ক)৯টিΟ খ)১০টিΟ গ)১১টিΟ
ঘ)১২টিসঠিক উত্তর: (গ)
২. বাংলাদেশের মোট
জাতীয়উৎপাদনে কোনটির
অবদানসর্বাধিক?
Ο ক)মৎস্যΟ খ)কৃষিΟ গ)শিল্পΟ ঘ)স্বাস্থ্য ও
সেবা
সঠিক উত্তর: (খ)
৩.রাষ্ট্রের মূল চালিকা শক্তি?
Ο ক)সরকারΟ খ)জনগণΟ গ)আইন বিভাগΟ
ঘ)শাসন বিভাগ
সঠিক উত্তর: (ক)
৪.বর্তমান বিশ্বে সর্বাধিক গুরুত্বপূর্ণসম্পদ
কোনটি?Ο ক)জ্বালানি শক্তিΟ
খ)জনশক্তিΟ গ)দৈবশক্তিΟ ঘ)পারমাণবিক
শক্তি
সঠিক উত্তর: (খ)
৫.প্রচার মাধ্যমগুলোর প্রচারণাকারমণে
গভীর রখাপাত করে?
Ο ক)ব্যক্তিরΟ খ)সমাজেরΟ গ)সংগঠনরΟ
ঘ)ধর্মীয় নেতার
সঠিক উত্তর: (ক)
৬.ইউনেস্কো কয়টি ক্ষেত্রে কাজকরে
থাকে?
Ο ক)৬টিΟ খ)৫টিΟ গ)৮টিΟ ঘ)৪টিসঠিক
উত্তর: (ঘ)
৭.সার্কেল প্রধানকে চাকমারা
কীবলেন?Ο ক)সার্কেল প্রধানΟ
খ)চাকমা রাজাΟ গ)চাকমা প্রধানΟ
ঘ)চাক্ষুষরাজসঠিক উত্তর: (খ)
৮.বাংলাদেশে কিশোর
অপরাধেরঅন্যতম প্রধান কারণ?Ο ক)অসৎ
সঙ্গΟ খ)দারিদ্রΟ গ)বিনোদনের অভাবΟ
ঘ)শিক্ষার অভাবসঠিক উত্তর: (খ)
৯.চাকমা সার্কেলের প্রদান কে?Ο
ক)চাকমা রাজাΟ খ)হেডম্যানΟ
গ)চাকমা সর্দারΟ ঘ)গোডেৎসঠিক উত্তর:<br /> (ক)
১০.গারো সমাজে প্রধান কয়টি
দলরয়েছে?Ο ক)তিনটিΟ খ)চারটিΟ
গ)পাঁচটিΟ ঘ)ছয়টিসঠিক উত্তর: (গ)
১১.বাংলাদেশে কয়টি
ইউরিয়াসারকারখানা রয়েছে?Ο
ক)৪টিΟ খ)৫টিΟ গ)৬টিΟ ঘ)৭টিসঠিক
উত্তর: (গ)
১২.মানব সম্পদ উন্নয়নে সরকারকেপ্রথমে
কোনটি নিশ্চিত করতেহবে?Ο
ক)প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাΟ
খ)কারিগরি ও বৃত্তিমূলক
শিক্ষাপ্রতিষ্ঠানΟ গ)যুব উন্নয়নΟ ঘ)নারী
শিক্ষার প্রসারসঠিক উত্তর: (ক)
১৩.বৈশ্বিক উষ্ণতা
বাংলাদেশেরজনগণের জীবনযাত্রার
ওপর কীপ্রভাব ফেলবে?Ο ক)জনসংখ্যা
বৃদ্ধি পাবেΟ খ)মিঠা পানির মাছ
বাড়বেΟ গ)পাহাড় পর্বত সৃষ্টি হবেΟ
ঘ)অনেক জীব বিলুপ্ত হবেসঠিক উত্তর: (ঘ)
১৪.ক্ষমতা বন্টনের নীতির ওপর
ভিত্তিকরে গণতান্ত্রিক সরকারকে
কয়ভাগে ভাগ করা যায়?Ο ক)দুই ভাগেΟ
খ)তিন ভাগেΟ গ)চার বাগেΟ ঘ)পাঁচ
ভাগেসঠিক উত্তর: (ক)
১৫.পানাম নগরে এখনও কতটি
ইমারতটিকে আছে?Ο ক)৮৯টিΟ খ)৫২টিΟ
গ)৫৪টিΟ ঘ)৫৯টিসঠিক উত্তর: (খ)
১৬.শীতকালের লক্ষণ কোনটি?Ο
ক)কুয়াশাভেজা ঠান্ডা হাওয়াΟ
খ)বৃষ্টিভেজা বিকেলΟ গ)রৌদ্রবিহীন
দুপুরΟ ঘ)উষ্ণভরা সকালসঠিক উত্তর: (ক)
১৭.সূর্যবংশী বর্মন বলতে কী বোঝায়?Ο
ক)দেবতার নামΟ খ)ব্যক্তির নামΟ
গ)সূর্যের অপর নামΟ ঘ)ক্ষুদ্র জাতিসত্তার
নামসঠিক উত্তর: (ঘ)
১৮.ছেলেমেয়েরা পরস্পরের
সাথেমিলিত হওয়ার পর্যাপ্ত সুযোগ
পায়কোথায়?Ο ক)বাড়িতেΟ খ)হাট-
বাজারেΟ গ)শিক্ষা প্রতিষ্ঠানেΟ
ঘ)ঈদগাহ মাঠেসঠিক উত্তর: (গ)
১৯.সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যমের
নামকী?Ο ক)সভা সমাবেশΟ খ)পত্রিকাΟ
গ)রেডিওΟ ঘ)টেলিভিশনসঠিক উত্তর:<br /> (ঘ)
২০.জনগণের ভোটে পরোক্ষনির্বাচনের
মাধ্যমে নির্বাচিতসরকারকে কী বলা
হয়?Ο ক)নিমতন্ত্রΟ খ)প্রজাতন্ত্রΟ
গ)গণতন্ত্রΟ ঘ)একনায়কতন্ত্রসঠিক উত্তর: (খ)
২১.নিদুবাবু কেন বিখ্যাত?Ο
ক)লোকগানের জন্যΟ খ)মুর্শিদি গানের
জন্যΟ গ)নাগরিক গানের জন্যΟ
ঘ)পালাগানের জন্যসঠিক উত্তর: (গ)
২২.রাজশাহীর সারদা পুলিশ লাইনকবে
আক্রমণ করা হয়?Ο ক)২৫ মার্চΟ খ)২৬ মার্চΟ
গ)২৭ মার্চΟ ঘ)২৮ মার্চসঠিক উত্তর: (গ)
২৩.লর্ড ক্লাইভ কে ছিলেন?Ο ক)ভারতীয়
প্রধানমন্ত্রীΟ খ)ইংরেজ সেনাপতিΟ
গ)ভারতীয় রাষ্ট্রপতিΟ ঘ)মার্কিন
সেনাপতিসঠিক উত্তর: (খ)
২৪.সোনারগাঁও কোন যুগে
বাংলাররাজধানী ছিল?Ο
ক)উপনিবেশিক যুগΟ খ)সুলতানি যুগΟ
গ)মুঘল যুগΟ ঘ)মৌর্য যুগসঠিক উত্তর: (খ)
২৫.ইংরেজদের ক্ষমতা দখলের
সময়বাংলার রাজদরবারের ভাষা
কীছিল?Ο ক)উর্দুΟ খ)আরবিΟ
গ)ইংরেজিΟ ঘ)ফারসিসঠিক উত্তর: (ঘ)
২৬.ঢাকার স্থাপত্য নিদর্শন হলো-i.
আহসান মঞ্জিলii. লক্ষ্মীবাজার
মসজিদiii. ঢাকেশ্বরী মন্দিরনিচের
কোনটি সঠিক?Ο ক)iΟ খ)iiΟ গ)iiiΟ ঘ)i, ii ও
iiiসঠিক উত্তর: (ঘ)
২৭.চলচ্চিত্র সামাজিকীকরণ গুরুত্বপূর্ণভূম
িকা রাখে-i. মূল্যবোধ জাগিয়েii.
মানবিকতাবোধ জাগিয়েiii.
সহমর্মিতাবোধ জাগিয়েনিচের
কোনটি সঠিক?Ο ক)iΟ খ)iiΟ গ)iiiΟ ঘ)i, ii ও
iiiসঠিক উত্তর: (ঘ)
২৮.রুপা একসময় বদমেজাজী ছিল।কিন্তু
শিশু ললিতকলা একাডেমীরসদস্য হওয়ার
পর থেকে তার আচরণেইতিবাচক
পরিবর্তন আসে। রুপারআচরণের
পরিবর্তনে কোনটি কাজকরেছে?Ο
ক)স্থানীয় সমাজΟ খ)খেলার সাথীΟ
গ)সহপাঠীΟ ঘ)পরিবারসঠিক উত্তর: (ক)
২৯.দিঘাপতিয়া রাজবাড়ির
বর্তমানপরিচয়-Ο ক)গণভবনΟ খ)বঙ্গভবনΟ
গ)উত্তরা পণভবনΟ ঘ)রাষ্ট্রপতি ভবনসঠিক
উত্তর: (গ)
৩০.মানুষের জীবনে শিক্ষা
ওআনন্দদানের জন্য দ্বৈত ভূমিকাপালন
করছে কোনটি?
Ο ক)তথ্যপ্রযুক্তিΟ
খ)বেতার যন্ত্রΟ গ)বাংলা সংভাদপত্রΟ
ঘ)ইংরেজি সংবাদপত
্রসঠিক উত্তর: (খ)
৩১.চাকমাদের জীবিকার প্রধানউপায়
হচেছ-Ο ক)ব্যবসায়Ο খ)বাণিজ্যΟ গ)কুটির
শিল্পΟ ঘ)কৃষিকাজসঠিক উত্তর: (ঘ)
৩২.বাংলাদেশে কেমন সরকারবর্তমান
রয়েছে?
Ο ক)এককেন্দ্রিকΟ
খ)রাষ্ট্রপতিশাসিতΟ গ)মন্ত্রিপরিষদশ
াসিতΟ ঘ)একনায়কতান্ত্রিকসঠিক উত্তর:<br /> (গ)
৩৩.দুকূল কাপড়ের বৈশিষ্ট্য হলো-i. খুব
মিহিii. মণির মতো মসৃণiii. সিল্কের
তৈরিনিচের কোনটি সঠিক?
Ο ক)i ও iiΟ
খ)iΟ গ)iiΟ ঘ)iiiসঠিক উত্তর: (ক)
৩৪.বায়ুমন্ডলের গৌণ গ্যাস হলো-i.
কার্বন-ডাই-অক্সাইডii. অক্সিজেনiii.
জলীয় বাষ্পনিচের কোনটি সঠিক?Ο
ক)iΟ খ)i ও iiiΟ গ)iiΟ ঘ)iiiসঠিক উত্তর: (খ)
৩৫.জাতিসংঘের নিরাপত্তাপরিষদের
অস্থায়ী সদস্যসংখ্যাকত?
Ο ক)৪Ο খ)৫Ο
গ)১০Ο ঘ)
১৫সঠিক উত্তর: (গ)
৩৬.মানুষ কখন রাষ্ট্র ও সমাজেরশক্তিতে
পরিণত হয়?
Ο ক)যখন সে স্বাস্থ্যবান হয়Ο
খ)যখন সে যুদ্ধ শিখেΟ গ)যখন সে
রাজনীতি করেΟ ঘ)যখন সে রাষ্ট্রের
জন্য কিছু করতেপারেসঠিক উত্তর: (ঘ)
৩৭.আমাদের জাতীয় সংসদেসংরক্ষিত
মহিলা আসন কয়টি?
Ο ক)৩০টিΟ খ)৩৫টিΟ
গ)৪৫টিΟ ঘ)৫০টিসঠিক উত্তর: (ঘ)
৩৮.বন কেটে বাড়িঘর নির্মাণ
করারফলে যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে-
i. মনোরম আবাসস্থল
ii. জনবায়ুর ওপর বিরূপ
প্রভাব পড়ছে
iii. মরুকরণের ঝুঁকি
বাড়ছেনিচের কোনটি সঠিক?
Ο ক)iΟ
খ)iiΟ গ)iiiΟ ঘ)i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৯.বাংলাদেশকে কয়টি
সেক্টরেবিভক্ত করে সার্বিক
মুক্তিযুদ্ধপরিচালিত হয়?
Ο ক)৭টিΟ খ)৮টিΟ গ)৯টিΟ ঘ)১১টি

রবিবার, ৮ নভেম্বর, ২০১৫

জেএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা নৈর্ব্যক্তিক সাজেশন


১.
‘আসমাউল হুসনা’ অর্থ কী?
Ο ক)

নামসমূহ

Ο খ)

সুন্দরতম নামসমূহ

Ο গ)

সুন্দর
Ο ঘ)

সুন্দরতম
সঠিক উত্তর: (খ)
২.
ইসলামের মূল বিষয়গুলোর ওপর বিশ্বাসকে কী বলা হয়?
Ο ক)

ইমান

Ο খ)

ইহসান

Ο গ)

রিসালাত

Ο ঘ)

নবুয়ত
সঠিক উত্তর: (ক)
৩.
ইমানের কয়টি দিক রয়েছে?
Ο ক)

একটি

Ο খ)

দুটি

Ο গ)

তিনটি

Ο ঘ)

চারটি
সঠিক উত্তর: (গ)
৪.

অহংকার শব্দের অর্থ-
i. অহমিকা
ii. আমিত্ব
iii. বড়াই
নিচের কোনটি সঠিক?
Ο ক)

i

Ο খ)

ii

Ο গ)

iii

Ο ঘ)

i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫.
ফিরআউনের স্ত্রীর নাম কী?
Ο ক)

হাজেরা

Ο খ)

মরিয়ম

Ο গ)

আসিয়া

Ο ঘ)

সায়েরা
সঠিক উত্তর: (গ)
৬.
কোন পাখিটি সুলাইমান (আ)-এর গোয়েন্দা ছিল?
Ο ক)

আবাবিল

Ο খ)

হুদহুদ

Ο গ)

বাজ

Ο ঘ)

তিতির
সঠিক উত্তর: (খ)
৭.
রাসুলুল্লাহ (স)-এর হাদিস অনুযায়ী উত্তম ব্যক্তি কে?
Ο ক)

যে কুরআন শেখে

Ο খ)

যে দানশীল

Ο গ)

যে হাজি
Ο ঘ)

যে যাকাত দেয়
সঠিক উত্তর: (ক)
৮.
‘মাররুজ তাহরান’ নামক স্থানটির সাথে কোনটি জড়িত?
Ο ক)

মদিনা বিজয়

Ο খ)

মক্কা বিজয়

Ο গ)

বদর যুদ্ধ
Ο ঘ)

উহুদ যুদ্ধ
সঠিক উত্তর: (খ)
৯.
কুরআন মাজিদ কতটি ভাগে বিভক্ত?
Ο ক)

২৯টি

Ο খ)

৩০টি

Ο গ)

৩১টি

Ο ঘ)

৩২টি
সঠিক উত্তর: (খ)
১০.

শাফাআত অর্থ-
Ο ক)

সুপারিশ

Ο খ)

ওকালতি

Ο গ)

প্রার্থনা

Ο ঘ)
সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
১১.
মুসলমানদের বিশ্ব সম্মেলন কোনটি?
Ο ক)

বিশ্ব ইজতিমা

Ο খ)

হজ

Ο গ)

ঈদের জামাত

Ο ঘ)
জুমাআর জামাত
সঠিক উত্তর: (খ)
১২.
সুরা কাদর কোথায় অবতীর্ণ হয়?
Ο ক)

মক্কায়

Ο খ)

মদিনায়

Ο গ)

আরাফায়

Ο ঘ)
হেরা গুহায়
সঠিক উত্তর: (ক)
১৩.
ব্যক্তি, সমাজ ও জাতির উন্নতি হতে পারে-
i. উত্তম চরিত্রে
ii. নীতি-নৈতিকতায়
iii. মানবিক মূল্যবোধে
নিচের কোনটি সঠিক?
Ο ক)

i

Ο খ)

ii

Ο গ)

iii

Ο ঘ)

i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪.
রাবেয়া বসরির জীবনের সবেচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা কী?
Ο ক)

জ্ঞান সাধনা

Ο খ)

হাদিসের পান্ডিত্য অর্জন

Ο গ)
ধার্মিকতা

Ο ঘ)

কুমারীত্ব
সঠিক উত্তর: (গ)
১৫.
উমর ইবনে আব্দুল আযিয রাষ্ট্রীয় কোষাগার থেকে দৈনিক কত দিরহাম ভাতা গ্রহণ করতেন?
Ο ক)

দুই

Ο খ)

তিন

Ο গ)

চার

Ο ঘ)

পাঁচ
সঠিক উত্তর: (ক)
১৬.
সবরের বিপরীত বাংলা শব্দ কী?
Ο ক)

অধৈর্য

Ο খ)

অশ্লীলতা

Ο গ)

অবিশ্বাস

Ο ঘ)
অনাচার
সঠিক উত্তর: (ক)
১৭.
আসমা হযরত আয়িশা (রা)কে অনুসরণ করতে পারে-
i. মিতব্যয়ী হয়ে
ii. দানশীল হয়ে
iii. ইবাদতকারিণী হয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক)

i

Ο খ)

ii

Ο গ)

iii

Ο ঘ)

i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮.
প্রাচীনকালে মিসরীয় বাদশাহদের কী বলা হতো?
Ο ক)

মুজাহিদ

Ο খ)

ত্রাণকর্তা

Ο গ)

ফিরআউন

Ο ঘ)
ওলী
সঠিক উত্তর: (গ)
১৯.
জেরুজালেমের যে স্থানে হযরত সুলােইমান (আ) কে দাফন করা হয়-
Ο ক)

গাজা

Ο খ)

কুববাতুস সাখারা

Ο গ)

রাফা

Ο ঘ)
দাব্বাতুল আরদ
সঠিক উত্তর: (খ)
২০.

জাহান্নামের স্তর কয়টি?
Ο ক)

পাঁচটি

Ο খ)

ছয়টি

Ο গ)

সাতটি

Ο ঘ)

আটটি
সঠিক উত্তর: (গ)

২১.

সন্ত্রাস শব্দের অর্থ কী?
Ο ক)

শান্তির পরিবেশ

Ο খ)

কাজের পরিবেশ

Ο গ)
ভয়ের পরিবেশে

Ο ঘ)

সুন্দর পরিবেশ
সঠিক উত্তর: (গ)
২২.
ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কী?
Ο ক)

তাওহিদ

Ο খ)

রিসালাত

Ο গ)

আখিরাত

Ο ঘ)
তাকদির
সঠিক উত্তর: (ক)
২৩.
হযরত সুলাইমান (আ)-এর প্রজ্ঞা ও ধীশক্তি কেমন ছিল?
Ο ক)

অতীব প্রখর

Ο খ)

সাধারণ

Ο গ)

মোটামুটি

Ο ঘ)
বেশ ভালো
সঠিক উত্তর: (ক)
২৪.

প্রয়োজনীয় দ্রব্যের অন্তর্ভুক্ত-
i. পোশাক-পরিচ্ছদ
ii. স্বর্ণ অলংকার
iii. পেশাজীবীর যন্ত্রপাতি
নিচের কোনটি সঠিক?
Ο ক)

i

Ο খ)

i ও iii

Ο গ)

ii

Ο ঘ)

iii
সঠিক উত্তর: (খ)
২৫.
মুনাফিকদের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
Ο ক)

হিংসা করা

Ο খ)

ঘৃণা করা

Ο গ)

লোভ করা

Ο ঘ)
মিথ্যা বলা ও প্রতারণা করা
সঠিক উত্তর: (ঘ)
২৬.

পাঠ করতে হবে-
i. প্রতিপালকের নামে
ii. সৃষ্টি কর্তার নামে
iii. মহানবির (স) নামে
নিচের কোনটি সঠিক?
Ο ক)

i ও ii

Ο খ)

i

Ο গ)

ii

Ο ঘ)

iii
সঠিক উত্তর: (ক)
২৭.
সাধারণত মানুষের কোনটির লিপ্সা প্রবল থাকে?
Ο ক)

খাদ্যের

Ο খ)

অর্থের

Ο গ)

বিলাসিতার

Ο ঘ)
ক্ষমতার
সঠিক উত্তর: (খ)
২৮.
মৃত্যুর সময় হযরত আয়িশা (রা)-এর বয়স কত বছর ছিল?
Ο ক)

৫৭

Ο খ)

৫৮

Ο গ)

৫৮

Ο ঘ)

৬০
সঠিক উত্তর: (খ)
২৯.
কী বিশ্বাস মানব চরিত্রকে উন্নত করে?
Ο ক)

তাকদিরে

Ο খ)

নবুয়াতে

Ο গ)

কিতাবে

Ο ঘ)
আখিরাতে
সঠিক উত্তর: (ঘ)
৩০.
কোন বিশ্বাস মানুষকে সব ধরনের খারাপ কাজ থেকে দূরে রাখে?
Ο ক)

তাওহিদে বিশ্বাস

Ο খ)

রিসালাতে বিশ্বাস

Ο গ)
তাকদিরে বিশ্বাস

Ο ঘ)

আখিরাতে বিশ্বাস
সঠিক উত্তর: (ঘ)
৩১.
যেকোনো খারাপ কাজ থেকে বিরত থাকার সংগ্রামকে কী বলা যায়?
Ο ক)

আমল

Ο খ)

ইমান

Ο গ)

জিহাদ

Ο ঘ)

ইবাদত
সঠিক উত্তর: (গ)
৩২.

যাকাতের মাসারিফ কয়টি?
Ο ক)

ছয়

Ο খ)

সাত

Ο গ)

আট

Ο ঘ)

নয়
সঠিক উত্তর: (গ)
৩৩.
হযরত ইবরাহিমক (আ) কোথায় জন্মগ্রহণ করেন?
Ο ক)

ইরানে

Ο খ)

ইরাকে

Ο গ)

মক্কায়

Ο ঘ)

মদিনায়
সঠিক উত্তর: (খ)
৩৪.
শাফাআত সাধারণত কত প্রকার?
Ο ক)

দুই

Ο খ)

তিন

Ο গ)

চার

Ο ঘ)

পাঁচ
সঠিক উত্তর: (ক)
৩৫.

সাঈ অর্থ কী?
Ο ক)

বসা

Ο খ)

দৌড়ানো

Ο গ)

অবস্থান করা

Ο ঘ)
ঘুমানো
সঠিক উত্তর: (খ)
৩৬.

‘মুহাইমিনু’ শব্দের অর্থ কী?
Ο ক)

প্রজ্ঞাময়

Ο খ)

রক্ষণাবেক্ষণকারী

Ο গ)

পবিত্র
Ο ঘ)

দয়াময়
সঠিক উত্তর: (খ)
৩৭.

বারযাখ হলো-
Ο ক)

হাশরের জীবন

Ο খ)

মিযানের জীবন

Ο গ)
জান্নাতের জীবন

Ο ঘ)

কবরের জীবন
সঠিক উত্তর: (ঘ)
৩৮.
কোন ইবাদতটির মাধ্যমে মুসলমানগণ সকল গুনাহ থেকে মাফ পায়?
Ο ক)

রোযা

Ο খ)

নামায

Ο গ)

হজ

Ο ঘ)

যাকাত
সঠিক উত্তর: (গ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:<br /> শাহরিয়ার সাহেব একজন বড় কর্মকর্তা। তিনি সহকর্মীদের ছোট ছোট ভূলের কারণে অশ্লীল ভাষা ব্যবহার করেন।
৩৯.
শাহরিয়ার সাহেবের কাজটি কিসের প্রতীক?
Ο ক)

ঘৃণার

Ο খ)

অহংকারের

Ο গ)

অন্যায়ের

Ο ঘ)
অসভ্যতার
সঠিক উত্তর: (ক)
৪০.
শাহরিয়ার সাহেবের কাজের ফলে-
i. জান্নাত হারাম হবে
ii. পরলৌকিক জীবন দু:সহ হবে
iii. সকলের নিকট ঘৃণিত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক)

i

Ο খ)

ii

Ο গ)

iii

Ο ঘ)

i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

শনিবার, ৭ নভেম্বর, ২০১৫

JSC Mathematics Question For Dhaka Board


ঢাকা বোর্ডের বন্ধুরা তোমাদের প্রস্তুতির পাশাপাশি নিচের প্রশ্নটি দেখে যাও...তবে এই প্রশ্নের প্রতি ১০০% ভরসা রাখোনা।কারন এখনো আমি ভাল করে নিশ্চিত হয়নি।নিশ্চিত হলে তোমাদের জানিয়ে দেয়া হবে।ধন্যবাদ

জেএসসি গণিত ( সৃজনশীল )
সময় : ২.১০ মিনিট
পূর্ণমান-৬০
[বি: দ্র: প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দাও

ক-বিভাগ : পাটিগণিত

১. কোনো আসল, মুনাফা আসলে ৫ বছরে ১৬৮০ টাকা এবং ৯
বছরে ২০৬৪ টাকা হয়।
ক. ৩ বছরের মুনাফা কত? ২
খ. আসল ও মুনাফার হার নির্ণয় কর।৪
গ. উক্ত হারে ৮০০০ টাকার ৪ বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল
মুনাফার পার্থক্য নির্ণয় কর।৪

২. পানিভর্তি একটি পুকুরের দৈর্ঘ্য ৩২ মিটার ও প্রস্থ ২০
মিটার এবং গভীরতা ৩ মিটার। একটি মেশিন দ্বারা পুকুরটি
পানিশূন্য করা হচ্ছে যা প্রতি সেকেন্ডে ০.১ ঘনমিটার পানি সেচতে পারে।
ক. পুকুরটির আয়তন কত ঘনমিটার?২
খ. উক্ত পুকুরটির পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম হবে?৪
গ. পুকুরটি পানিশূন্য করতে কত সময় লাগবে?৪

খ-বিভাগ : বীজগণিত

৩. একটি ধনাত্মক পূর্ণসংখ্যা x এবং এর গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি ৩।
ক. (x - )2 এর মান নির্ণয় কর। ২
খ. (x3 + ) এর মান নির্ণয় কর। ৪
গ. প্রমাণ কর যে, x5 + = 123 ৪

৪.প্রদত্ত বীজগাণিতীয় রাশিগুলো পর্যবেক্ষণ কর ।

ক. ৩য় রাশির হরকে উৎপাদকে বিশ্লেষণ কর। ২
খ. ২য় গুলোর লসাগু নির্ণয় কর। ৪
গ. ১ম ও ২য় রাশির যোগফল থেকে তৃতীয় রাশি বিয়োগ কর। ৪

৫. P ও Q হলো ২১ ও ৩৫ এর সকল গুণনীয়কের সেট এবং সার্বিক সেট U=P∩Q
ক. P এবং Q সেটদ্বয় নির্ণয় কর। ২
খ. (P∩Q) নির্ণয় কর। ৪
গ. যদি A(P∩Q) এবং B={xjN : x, 7 এর গুণিতক এবং x<30} হয়, তবে A এবং B এর সংযোগ ও ছেদ সেট নির্ণয় কর। ৪

গ-বিভাগ : জ্যামিতি

৬.ত্রিভুজের একটি বাহুর উপর অংকিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান।
ক. ত্রিভুজের মধ্যমা কাকে বলে চিত্রসহ লিখ। ২
খ. প্রমাণ কর যে, C= এক সমকোণ। ৪
গ. DABC-এর দুইটি মধ্যমা AD এবং BE হলে, প্রমাণ কর যে, 4(AD2+BE2)=5AB2 ৪

৭. একটি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য a=4 সে.মি, b=3 সে.মি, c=3.5 সে.মি. d=4.2 সে.মি. এবং একটি কোণ x=60°
ক. উদ্দীপকের তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ কর। ২
খ. চতুর্ভুজটি আঁক। [অংকনের চিহ্ন ও বিবরণ আবশ্যক] ৪
গ. রম্বসেরএকটিবাহু a=4 সে.মি, এবং একটি কোণ x=60° হলে, রম্বসটি আঁক। [অংকনের চিহ্ন ও বিবরণ আবশ্যক] ৪
৮. ABCD একটি রম্বস যার AB বাহু = ৩ সে.মি, এর AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুকে ছেদ করে।
ক. উদ্দীপকের আলোকে চিত্রটি অংকন কর। ২
খ. প্রমাণ কর যে, A+B+C+D= চার সমকোণ। ৪
গ. প্রমাণ কর যে, AOB= BOC =AOD = এক সমকোণ ৪

ঘ-বিভাগ : পরিসংখ্যান

৯. একটি স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী হলো :<br /> প্রাপ্ত নম্বর ৫১-৬০ ৬১-৭০ ৭১-৮০ ৮১-৯০ ৯১-১০০
শিক্ষার্থীর সংখ্যা ১০ ১৫ ২০ ১০ ৫
ক. কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কি কি? ২
খ. শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় কর। ৪
গ. উপাত্তের আয়তলেখ আঁক।

অন্যান্য বোর্ডের প্রশ্ন পেতে নিচের লিংকে ক্লিক করুন

এখানে ক্লিক করুন 

জেএসসি ২০১৫ সাজেশন” গণিত ” সব বোর্ডের জন্য

JSC Suggestion November 5, 2015
প্রিয় পরিক্ষারথী ভাইয়েরা ,
কেমন আছেন আশা করি ভাল
আছেন,
আজকে আপনাদের জন্য নিয়ে
এলাম,
জেএসসি ২০১৫ সাজেশন” গণিত
সাজেশন ”
পাটি গণিত
অনুশীলনী ১ : ১। ঘ ,
চ , ২। ঙ,চ, ৩। ঘ ৪। (খ)
অনুশীলনী২.১ />
১ ,৩ ,৫,৭,৮ ,১০ ,১৩,১৪ ,১৬,১৭
উদাহরণ ২ , ৬
অনুশীলনী ২.২: ৫,৬ ,৭,৮
অনুশীলনী ৩ :৯ ,
১০ ,১১ ,১২ ,১৪,১৮ ,২০,২৩,২৪
উদাহরণ: ৯ ,১০ .বীজ গণিত
অনুশীলনী ৪.১: ৩
(জ), (ঠ), ৮ ,৯,১১,১২ ১৩। খ ,ঘ
অনুশীলনী৪.২ : ৪ ,
৫,১২ ,১৩ ,১৫(ছ),১৬(গ),ঙ ,চ
,জ
উদাহরণ : ২৫,২৬
অনুশীলনী
৪.৩, ৯ ,১২ ,২৩,২৪ ,২৬ ,৩৪ ,৩৬ ,উদাহরণ

অনুশীলনী ৪.৪ : ১৮ , ১৯ ,২৪,২৬ ,২৭
উদাহরণ ৫ , ৬
অনুশীলনী ৫.১ : ২(ঘ),
চ , ৩
(জ) ৫(খ) (গ),(ঝ) (ঞ) অনুশীলনী৫.২ :
৬ (চ)
(ঝ), ৭ (ঝ)(ঘ) (ছ) (ঝ) ,(ঞ) ,৯ (খ) (ঘ),
উদাহরণ : ১০ (গ)
অনুশীলনী
৬.১ , ৩,৫ ,৬ ,৮ ,৯ ,১২,১৪,১৫ ,২০,২৬
অনুশীলনী ৬.২ : ২,৪ ,৫ ,৮,১১ (খ) (চ)
উদাহরণ ৪, ৫
অনুশীলনী ৭ : ১ (গ)
(ঘ) , ৪
(ঘ) (ঙ) ৭ উদাহরণ ১০,১৪ .
জ্যামিতি
উপপাদ্য: ৩ ,৫ ,৯.২,৯.৩ ,
বৃত্তসংক্রান্ত
উপপাদ্যঃ১,২
উপপাদ্য
অনুশীলনী ৮.১ ঃ ৬
অনুশীলনী ৯ , ৩ ,৮ ,৯,১১ , উদাহরণ ৪
(বৃত্তের
ব্যাসই
বৃহত্তম জ্যা প্রমাণ কর)
সম্পাদ্য ২ ,৩ ,৪,৫ ,৬,৭ ,
সম্পাদ্য অনুশীলনী ৮.২ঃ ৩
(ঘ) , ৫, ৭, ৮ , ১০,১২ .
পরিসংখ্যান
অনুশীলনী ১১ ঃ ১০ ,১৩ ,১৪,১৬
ইনশাআল্লাহ্ আপনাদের কমন পড়বে
,
আপনাদের কাছে আমার অনুরোধ
ঠিকমত ,
লেখা পড়া করবেন, আর পোস্টটি
ফেইসবুকে শেয়ার করতে ভুলবেন না

নিজে জানুন এবং অন্যকে
জানাতে সাহায্য করুন
 

??? ???? ? ????

এখন আমাদের জেসছি আমি আমার সাজেশন নিজেই নামাইছি অ্যান্ড ১০০% কমন আইছে তাই আমি পিসছি এর সাজেশন দিব

Sample Text

কেমন আসো তোমারা আসা করি ভাল আছো আমার ওয়েব সাইট এ স্বাগতম

Followers

Sample Text

আমি মনে করি যে জেসছি এর ২ টা এক্সাম আছে কৃষি শিক্ষা এর চারু ও কারু কলা এই ২ টায় লাগবে না তোমরা নিজেরা পরে নিও ওকে এখন আসছে পিসসি ২০১৫ এর সাজেশন পেথে হলে এই ওয়েব সাইট এ অ্যান্ড ০১৮৭৪২৬২৮৩১''
 
Blogger Templates