প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিশেষ প্রস্তুতি
বিষয় :ইংরেজী
***প্রথমে ইংরেজি বইয়ের যে কোনো Lesson থেকে একটি Text দেয়া হবে এবং এই Text-এর ওপর ভিত্তি করে ১, ২, ৩, ৪ নং প্রশ্নের উত্তর দিতে হবে।
1.Seen Passageঃ
(a)Saikat's Family
(b)A Firefighter
(c)The Hare and the Tortoise***
(d)Happy Birthday***
(e)My Home Town***
(f)The Olympic Games***
(g)Liberation war Museum
(h)A great day
(i)Ayla***
(j)Fitzy Frog
Question No-1
Choose the best answer

br /> প্রশ্নপত্রে প্রদত্ত Text হতে ১০টি MCQ প্রশ্ন দেয়া হবে। এখানে উল্লেখ্য, জ্ঞানমূলক স্তরের পাশাপাশি ২-৩টি MCQ থাকবে অনুধাবন ও প্রয়োগস্তরের। আর প্রয়োগ বলতে আমরা বুঝি তোমরা বিভিন্ন Text থেকে যা যা জেনেছ এবং যা যা বুঝেছ তা নতুনভাবে প্রয়োগ করতে পারা। সুতরাং একটু সতর্ক থাকলে এবং প্রদত্ত Text টি যদি আগে থেকেই ভালোভাবে পড়া থাকে তাহলে সহজেই ১০টি MCQ প্রশ্নের উত্তর দিতে পারবে, এর জন্য নম্বর বরাদ্দ থাকবে ১০।
Question No-2
Matching Words with their meaning/Fill in the gaps

br /> এটি একটি Vocabulary test, EFT-র বিভিন্ন Word-এর meaning, spelling ইত্যাদি সম্পর্কে কতটুকু ধারণা আয়ত্ত করেছ তা যাচাই করা হয় এই প্রশ্নের মাধ্যমে। এখানে প্রদত্ত Text হতে ৫টি Lighted word নেয়া হবে Column Aতে এবং এর বিশ্লেষণমূলক অর্থ দেয়া থাকবে Column Bতে। অবশ্য B কলামে দুটি Extra অর্থ দেয়া থাকবে সেখান থেকে ৫টি Word-এর সঠিক অর্থ সাজিয়ে লিখতে পারলে পূর্ণ নম্বর পাবে। এ ক্ষেত্রে নম্বর থাকবে ৫।
Question No-3
প্রদত্ত Text হতে ৫টি প্রশ্ন দেয়া থাকবে এবং ৫টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। এ ক্ষেত্রে নম্বর থাকে ১০।
Question No-4
Writing Short Composition: প্রদত্ত Text-এর সঙ্গে সম্পর্ক রেখে ৫টি Question করা হবে এই ৫টি Question এর উত্তর সাজিয়ে লিখলে প্রদত্ত প্রশ্নের উত্তর হয়ে যাবে। মনে রাখবে ৫টি বাক্যে Short Composition শেষ করতে চেষ্টা করবে। এখানে ৫টি বাক্যের জন্য ৫ নম্বর, সঠিক বাক্য কাঠামো (Noun, Adjective, Verb) ব্যবহারে ২ নম্বর, Spelling বা বানানের জন্য ১ নম্বর ও সঠিক Capital letters and punctuatin marks ব্যবহারের জন্য ২ নম্বর। এই মোট ১০ নম্বর।
***এবার English for today- Class 5, এর বাইরে থেকে তোমাদের বোধগম্যতার ভেতর বহুলশ্রুত কোনো নৈতিক গল্প, ইতিহাস বা ঐতিহ্যমণ্ডিত স্থান, জীবনী বা সমসাময়িক ঘটনা ইত্যাদি শিখনমূলক কোনো বিষয়ের ওপর একটি Passage আসবে। সুতরাং প্রদত্ত Passageটি গভীর মনোযোগের সঙ্গে ২-৩ বার নীরবে পড়ে এর পূর্ণ মর্ম উপলব্ধি করবে এবং এ থেকে ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দিতে হবে।
2.Unseen Passageঃ
জ
(a)The 21st February is regarded as a red-letter day ------ of Bangladesh. (21st February)
(b)The name of our country is --------- I love my country very much. (Our country)
(c)Jute is a kind of fibre. It is got from the bark of a tall plant. ------------ (Jute of Bangladesh)
(d)Now-a-days tea is the most popular drink. Almost all kinds ----------- (Tea of Bangladesh)
(e)Bangladesh is a riverine country. Most of the rivers ------------- (Rivers of Bangladesh)
(f)Bangladesh can pride itself on its abundance of fruits. ------------------(Fruits of Bangladesh)
(g)Flower is the symbol of beauty, purity, love and affection. ------------- (Flowers of Bangladesh)
(h) It was a hot summer day. A crow was very thirsty. -------------- (A thirsty crow)
(i)Bayazid was a small boy. His mother was ill. One night, he was --- (Bayazid and his mother)
(j)There lived a shepherded boy in a pastoral area. He kept a flock ---------- (A shepherded boy)
(k)Once there was a lion sleeping in a forest. Suddenly a mouse came ------ (A lion and a mouse)
(l)There were two friends. They lived in a certain village. ------- (Two friends and a bear)
(m)Once there lived a poor man in a village. He had a peculiar (The poor man and golden egg)
(n)There lived a woodcutter in a village. One day he was cutting wood near a --- (A woodcutter)
(o)An old farmer had three sons. They used to quarrel -. (An old farmer and his three sons)
(p)Shaikh Sadi was a great poet. He used to put on simple dress. --- (Shaikh Sadi and nobleman)
(q)Bangladesh declared independence on 26 March 1971. It became...
Question No-5
Choose the best answer: ৫-৭টি যোগ্যতাভিত্তিক প্রশ্নসহ ১০টি MCQ দেয়া থাকবে। প্রদত্ত Passageটির মর্ম অনুধাবন করতে পারলে ১০টি MCQ-এর উত্তর দেয়া কঠিন হবে না। এর জন্য নম্বর থাকবে ১০।
Question No-6
Fill in the blanks: এখানে Box-এ দেয়া ৮টি Word থেকে প্রযোজ্য ৫টি Word নিয়ে ৫টি শূন্যস্থান পূরণ করলে পূর্ণ নম্বর পাবে। এর জন্য নম্বর হচ্ছে ৫।
Question No-7
প্রদত্ত Unseen passage হতে ৫টি প্রশ্ন দেয়া থাকবে ৫টি প্রশ্নেরই উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে ২। প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য ১-২টি Sentence লিখবে। তবে উত্তর লেখার সময় Passage-এর কোনো Sentence হুবহু তুলে না দেয়াই ভালো।
Question No-8
Writing Short Composition: প্রদত্ত Text-এর সঙ্গে সম্পর্ক রেখে ৫টি Question করা হবে এই ৫টি Question-এর উত্তর সাজিয়ে লিখলে প্রদত্ত প্রশ্নের উত্তর হয়ে যাবে। মনে রাখবে ৫টি বাক্যে Short Composition শেষ করতে চেষ্টা করবে। এখানে ৫টি বাক্যের জন্য ৫ নম্বর। সঠিক বাক্য কাঠামো (Noun, Adjective, Verb) ব্যবহারে ২ নম্বর, Spelling বা বানানের জন্য ১ নম্বর, সঠিক Capital letters and punctuation marks ব্যবহারের জন্য ২ নম্বর। এই মোট ১০ নম্বর।
Question No-9
Letter Writing: Letter Writingটির উত্তর করতে হবে প্রশ্নে প্রদত্ত Unseen Passage-এর ওপর ভিত্তি করে। এখানে কোনো একটি Situation-এর বর্ণনা বা কিছু Cues দেয়া থাকবে। সুতরাং প্রশ্নে প্রেরক ও প্রাপকের নাম, ঠিকানা উল্লেখ থাকলে তা যথাযথ ব্যবহার করে Letter লিখবে। এ ক্ষেত্রে পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তকের Lesson-8 এ প্রদত্ত Letter কাঠামোর নির্দেশনা অনুসরণ পূর্বক ২-৩টি Letter-এর সূচনা ও সমাপ্তি আয়ত্তে থাকলে এবং Unseen Passage-এর Summarizing টা Body of the letter এ লিখে দিলেই একটি সার্থক ও পূর্ণাঙ্গ Letter Writing হবে। নম্বর থাকবে ১০।
Question No-10
Short Questions : এখানে ভিন্ন ভিন্ন ৫টি বাক্যে কোনো একটি বিষয়ের Instruction, Direction বা Procedures এর বর্ণনা দেয়া থাকবে এর ওপর ভিত্তি করে ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন ৩টির ১টি জ্ঞানমূলক, ১টি অনুধাবনমূলক ও ১টি প্রয়োগমূলক। এ ক্ষেত্রে নম্বর থাকবে ১+২+২ = ৫
Question No-11
দিন, সপ্তাহ, মাস, সময় অথবা Cardinal number বা অর্ডিনাল নাম্বার ব্যবহার করে প্রশ্নের উত্তর দিতে হবে। অথবা এগুলোর ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। এ ক্ষেত্রে নম্বর থাকবে ৫। এর জন্য TEXT বইয়ের Lesson 4, 6, 17, 19, 22, 25 ভালোভবে দেখতে পার।
Question No-12
Arrange/Rewriting: এখানে এলোমেলো Letter বা Word দেয়া থাকবে এগুলো সাজিয়ে সঠিক Word বা Sentence লিখতে হবে। TEXT বইয়ের Lesson 1, 5, 10, 13, 14, 22, 26, 28 এই প্রশ্নের উত্তর আয়ত্ত করতে পারলে সহায়ক হবে এবং এর জন্য নম্বর বরাদ্দ থাকবে ০৫।
Question No-13
Completing Forms: প্রশ্নে কিছু Information দেয়া থাকতে পারে পাশাপাশি নিজের তথ্য (নাম, ঠিকানা, জন্ম তারিখ, শখ) মা-বাবা, শিক্ষক ও সহপাঠী সম্বন্ধে ধারণা থাকলে এই প্রশ্নের উত্তর দেয়া যায়। এর জন্য TEXT এর Lesson 28 ভালোভাবে আয়ত্ত করলে ৫ নম্বর পাওয়া খুব সহজ।