১.
নিউরন-
i. স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক
ii. মানবদেহের ক্ষুদ্রতম কোষ
iii. প্রধান দু’টি অংশ নিয়ে গঠিত
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
i ও iii
Ο গ)
ii
Ο ঘ)
iii
সঠিক উত্তর: (খ)
২.
নিচের কোনটি বিদ্যুৎ সঞ্চালন করে না?
Ο ক)
রবার
Ο খ)
তামা
Ο গ)
লোহা
Ο ঘ)
পিতল
সঠিক উত্তর: (ক)
৩.
প্রাণীর বিভিন্নতা কিসের ওপর নির্ভর করে?
Ο ক)
তাপমাত্রা
Ο খ)
আবহাওয়া
Ο গ)
জলবায়ু
Ο ঘ)
পরিবেশের বৈচিত্র্য
সঠিক উত্তর: (ঘ)
৪.
পরমাণু গঠিত-
i. ইলেকট্রন দ্বারা
ii. প্রোটন দ্বারা
iii. নিউট্রন দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫.
মাইটোসিস বিভাজনটি কয়টি পর্যায়ে সম্পন্ন হয়?
Ο ক)
৫
Ο খ)
৪
Ο গ)
৩
Ο ঘ)
২
সঠিক উত্তর: (ঘ)
৬.
চুনাপাথরকে উত্তপ্ত করলে কয়টি যৌগ উৎপন্ন হয়?
Ο ক)
5
Ο খ)
3
Ο গ)
4
Ο ঘ)
2
সঠিক উত্তর: (ঘ)
৭.
শিখাকোষ এর কাজ কী?
Ο ক)
শ্বসন
Ο খ)
পরিপাক
Ο গ)
রেচন
Ο ঘ)
শিকার ধরা
সঠিক উত্তর: (গ)
৮.
বিদ্যুৎ প্রবাহের একক কী?
Ο ক)
কুলম্ব
Ο খ)
অ্যাম্পিয়ার
Ο গ)
ভোল্ট
Ο ঘ)
ও’ম
সঠিক উত্তর: (খ)
৯.
বিদ্যুৎ প্রবাহ পরিমাপের জন্য কোনটি ব্যবহৃত হয়?
Ο ক)
পটেনশিওমিটার
Ο খ)
ভোল্টমিটার
Ο গ)
অ্যামিটার
Ο ঘ)
থার্মোমিটার
সঠিক উত্তর: (গ)
১০.
পদার্থ নিরবচ্ছিন্ন একথা কে প্রকাশ করেন?
Ο ক)
প্লেটো
Ο খ)
অ্যারিসস্টটল
Ο গ)
বার্জেলিয়াস
Ο ঘ)
থিওডোর সোয়ান
সঠিক উত্তর: (খ)
১১.
কন্দের মাধ্রমে প্রজনন হয়-
i. পিঁয়াজ
ii. রসুন
iii. পুদিনা
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
i
Ο গ)
ii
Ο ঘ)
iii
সঠিক উত্তর: (ক)
১২.
নিচের কোন হরমোনটি গ্যাসীয় পদার্থ?
Ο ক)
অক্সিন
Ο খ)
জিব্বেরেলিন
Ο গ)
ইথিলিন
Ο ঘ)
সাইটোকাইনিন
সঠিক উত্তর: (গ)
১৩.
Atomos শব্দের অর্থ কী?
Ο ক)
স্থিতিশীল
Ο খ)
নিস্ক্রিয়
Ο গ)
বিভাজ্য
Ο ঘ)
অবিভাজ্য
সঠিক উত্তর: (ঘ)
১৪.
চোখের কর্ণিয়ার ঠিক পিছনে অবস্থিত অস্বচ্ছ পদার্থটিতে কী বলে?
Ο ক)
চক্ষু গোলক
Ο খ)
আইরিস
Ο গ)
অক্ষিপট
Ο ঘ)
কোরয়েড
সঠিক উত্তর: (খ)
১৫.
নিচের কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলোর দৈর্ঘ্য বৃদ্ধি পায়?
Ο ক)
অক্সিন
Ο খ)
জিব্বেরেলিন
Ο গ)
ইথিলিন
Ο ঘ)
ফ্লোরিজেন
সঠিক উত্তর: (খ)
১৬.
অ্যাপেল কোন এসিড বিদ্যমান?
Ο ক)
ট্যানিক
Ο খ)
ম্যালিক
Ο গ)
সাইট্রিক
Ο ঘ)
টারটারিক
সঠিক উত্তর: (খ)
১৭.
ক্ষার স্পর্শ করলে কেমন অনুভূত হয়?
Ο ক)
শুকনো
Ο খ)
দানাদার
Ο গ)
চটচটে
Ο ঘ)
পিচ্ছিল
সঠিক উত্তর: (ঘ)
১৮.
অপ্রকৃত ফলের উদাহরণ হচ্ছে-
i. আম
ii. আপেল
iii. চালতা
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
ii ও iii
Ο ঘ)
iii
সঠিক উত্তর: (গ)
১৯.
NaOH রাসায়নিক পদার্থটি-
i. ক্ষারীয় প্রকৃতির
ii. নীল লিটমাসকে লাল করে
iii. সাবানের মূল উপাদান
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
i ও iii
Ο গ)
ii
Ο ঘ)
iii
সঠিক উত্তর: (খ)
২০.
অতি বৃহৎ নক্ষত্রের রং কী?
Ο ক)
লাল
Ο খ)
নীল
Ο গ)
হলুদ
Ο ঘ)
সবুজ
সঠিক উত্তর: (ক)
২১.
এককোষী জীব-
i. মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে
ii. অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে
iii. ঈস্ট, ছত্রাক, অ্যামিবা, ব্যাকটেরিয়া�
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
i ও iii
Ο গ)
ii ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২২.
বীজত্বকের বাইরের অংশকে কী বলে?
Ο ক)
টেগমেন
Ο খ)
টেস্টা
Ο গ)
জার্মপের
Ο ঘ)
এপিকোটাইল
সঠিক উত্তর: (খ)
২৩.
মোমের দহনে রাসায়নিক শক্তি পরিবর্তিত হয়-
i. তাপশক্তি
ii. আলো শক্তি
iii. শব্দ শক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
i
Ο গ)
ii
Ο ঘ)
iii
সঠিক উত্তর: (ক)
২৪.
সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ কোনটি?
Ο ক)
বুধ
Ο খ)
শুক্র
Ο গ)
পৃথিবী
Ο ঘ)
মঙ্গল
সঠিক উত্তর: (গ)
২৫.
নিউরনের কোষদেহের চারিদিক থেকে উৎপন্ন শাখা-প্রশাখাগুলোকে কী বলে?
Ο ক)
ডেনড্রন
Ο খ)
অ্যাক্সন
Ο গ)
থ্যালামাস
Ο ঘ)
ডেনড্রাইট
সঠিক উত্তর: (ক)
২৬.
অজৈব উপাদান হলো-
Ο ক)
অক্সিজেন
Ο খ)
জলবায়ু
Ο গ)
ইউরিয়া
Ο ঘ)
ব্যাকটেরিয়া
সঠিক উত্তর: (ক)
২৭.
কান্ডের মোটা হওয়ার সাথে জড়িত কোনটি?
Ο ক)
পিথ
Ο খ)
এন্ডোডার্ম
Ο গ)
কর্টেক্স
Ο ঘ)
ক্যাম্বিয়াম বলয়
সঠিক উত্তর: (ঘ)
২৮.
প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে কী গঠন করে?
Ο ক)
সেন্ট্রোমিয়ার
Ο খ)
ক্রোমাটিড
Ο গ)
সেন্ট্রিওল
Ο ঘ)
মিউকর
সঠিক উত্তর: (খ)
২৯.
শাখা কলমে মূল সৃষ্টিতে সহায়তা করে-
i. অক্সিন
ii. জিবেরেলিন
iii. ইথিলিন
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
i
Ο গ)
ii
Ο ঘ)
iii
সঠিক উত্তর: (ক)
৩০.
ডাল্টনের পরমাণুবাদের সীমাবদ্ধতা দূর করার জন্য গ্রহণযোগ্যতা পায়-
i. বোরের পরমাণু মডেল
ii. অ্যারিস্টটলের পরমাণু মডেল
iii. রাদারফোর্ডের পরমাণু মডেল
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
i ও iii
Ο গ)
ii
Ο ঘ)
iii
সঠিক উত্তর: (খ)
৩১.
বাস্তুতন্ত্রের খাদকেরা কীভাবে শক্তি লাভ করে?
Ο ক)
খাদ্যশৃঙ্খলের মাধ্যমে
Ο খ)
খাদ্যজালের মাধ্যমে
Ο গ)
খাদ্য পিরামিডের মাধ্যমে
Ο ঘ)
উৎপাদকের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
৩২.
ছোট দিনের উদ্ভিদ কোনটি?
Ο ক)
চন্দ্রমল্লিকা
Ο খ)
সুর্যমূখী
Ο গ)
গোলাপ
Ο ঘ)
গম
সঠিক উত্তর: (ক)
৩৩.
জিবেরেলিনের উপস্থিতি দেখা যায়-
Ο ক)
বীজপত্রে
Ο খ)
মূলে
Ο গ)
ফলে
Ο ঘ)
ফুলে
সঠিক উত্তর: (ক)
৩৪.
FeSO4 এর বর্ণ কীরূপ?
Ο ক)
সবুজাভ নীল
Ο খ)
নীল
Ο গ)
গাঢ় হলুদ
Ο ঘ)
সবুজ
সঠিক উত্তর: (ঘ)
৩৫.
বৃদ্ধি সহায়ক হরমোন-
i. অক্সিন
ii. জিবেরেলিন
iii. ইলিথিন
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
i
Ο গ)
ii
Ο ঘ)
iii
সঠিক উত্তর: (ক)
৩৬.
উদ্ভিদের দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রস্বেদনের মাধ্যমে দেহ থেকে কোন প্রক্রিয়ায় বের হয়?
Ο ক)
অভিস্রবণ
Ο খ)
ব্যাপন
Ο গ)
ইমবাইবিশন
Ο ঘ)
সালোকসংশ্লেষণ
সঠিক উত্তর: (খ)
৩৭.
বৈদ্যুতিক দুর্ঘটনা রোধ করতে হলে-
i. ঠিক মানের ফিউজ তার ব্যবহার করতে হবে
ii. উন্নত মানের তার ব্যবহার করতে হবে
iii. কখনো আর্থ সংযোগ দেওয়া যাবে না
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
i
Ο গ)
ii
Ο ঘ)
iii
সঠিক উত্তর: (ক)
৩৮.
রাদারফোর্ডের পরমাণু মডেল নিচের কোনটির সাথে তুলনীয়?
Ο ক)
কক্ষপথ
Ο খ)
সৌরজগত
Ο গ)
ছায়াপথ
Ο ঘ)
নীহারিকা
সঠিক উত্তর: (খ)
৩৯.
পর-পরাগায়ন হয়-
i. শিমুলে
ii. পেঁপেতে
iii. সরিষায়
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
i
Ο গ)
ii
Ο ঘ)
iii
সঠিক উত্তর: (ক)
৪০.
তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হচ্ছে-
i. সোডিয়াম ক্লোরাইড
ii. গ্লুকোজ
iii. চিনি
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
ii ও iii
Ο ঘ)
iii
সঠিক উত্তর: (গ)
৪১.
অভিলম্ব ও বিভেদ তলের মধ্যবর্তী কোণের মান কত?
Ο ক)
00
Ο খ)
300
Ο গ)
600
Ο ঘ)
900
সঠিক উত্তর: (ঘ)
৪২.
লিথিয়ামের প্রতীক কোনটি?
Ο ক)
Lu
Ο খ)
Li
Ο গ)
Le
Ο ঘ)
Lr
সঠিক উত্তর: (খ)
৪৩.
বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ?
Ο ক)
১৩টি
Ο খ)
২৭টি
Ο গ)
৩৪টি
Ο ঘ)
৬৩টি
সঠিক উত্তর: (ঘ)
৪৪.
নিচের কোন প্রাণীটির মেরুদন্ড নেই?
Ο ক)
অ্যামিবার
Ο খ)
তারামাছ
Ο গ)
তেলাপোকা
Ο ঘ)
সবগুলো সঠিক
সঠিক উত্তর: (ঘ)
৪৫.
কোনটি নির্দেশক?
Ο ক)
মিথানয়িক এসিড
Ο খ)
মিথাইল রেড
Ο গ)
সোডিয়াম হাইড্রোঅক্সাইড
Ο ঘ)
পটাসিয়াম ক্লোরাইড
সঠিক উত্তর: (খ)
৪৬.
কোনটির নিজস্ব আলো ও উত্তাপ আছে?
Ο ক)
গ্রহ
Ο খ)
নক্ষত্র
Ο গ)
উপগ্রহ
Ο ঘ)
কৃত্রিম উপগ্রহ
সঠিক উত্তর: (খ)
৪৭.
নিচের কোনটি শোষণ প্রক্রিয়া?
Ο ক)
অভিস্রবণ
Ο খ)
ব্যাপন
Ο গ)
প্রস্বেদন
Ο ঘ)
ইমবাইবিশন
সঠিক উত্তর: (ঘ)
৪৮.
কোন ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়?
Ο ক)
টেলিকমিউনিকেশন্স
Ο খ)
এগ্রিকালচার
Ο গ)
ফিশারীজ
Ο ঘ)
খেলাধুলা
সঠিক উত্তর: (ক)
উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও
৪৯.
উদ্দীপকের উপকারী প্রাণীগুলো হল-
i. চিংড়ি
ii. কাঁকড়া
iii. প্রজাপতি�
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
i ও iii
Ο গ)
ii ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫০.
কীভাবে উদ্দীপকের প্রাণীসমূহ জাতীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে?
Ο ক)
ফসলের উৎপাদন কমায়
Ο খ)
উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত করে
Ο গ)
ফসলের রোগ সৃষ্টি করে
Ο ঘ)
ক্ষতিকর পতঙ্গ ধ্বংস করে
সঠিক উত্তর: (গ)












কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন