Ads 468x60px

Random Posts

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫

জেএসসি চারু ও কারুকলা সাজেশন


★জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০১৫★

JSC চারু ও কারুকলা

রচনামূলক অংশ

১। ২১ এর প্রভাত ফেরীতে আল্পনা ও পরবর্তী সময়ে আল্পনার ব্যাবহার বিষয়ে লিখ।
২। পাবলো পিকাসো ছিলেন বহু প্রতিভার অধিকারী - তোমার মতামত বিশ্লেষণ কর।
৩।আমাদের লোকশিল্প সম্পর্কে যা জানো তা লিখ।
৪।প্রাচীন শিল্পকলার নির্মাণশৈলীরর বর্ণনা দাও।
৫।আমাদের ভাষা ও সংস্কৃতিতে চারু ও কারু শিল্পীদের অবদান উল্লেখ কর।

অঙ্কনভিত্তিক অংশ

১। শীতকালের একটি দৃশ্য অঙ্কন কর।
২। তোমার পছন্দের ঋতু অঙ্কন কর।
৩। মুক্তিযুদ্ধের একটি চিত্র আক।

কারুকলার অংশ

১। জ্যামিতিক প্যাটার্ণের একটি আল্পনা আক।
২। ফুলদানি একে নকশা কর।
৩। ফুল ও লতাপাতা দিয়ে নকশা আক।

বহুনির্বাচনী অংশ

১।সবচেয়ে শক্ত শ্রেণির শিষ কোনটি?
ক)HB খ)2B গ)4B ঘ)6BB
২।গুয়ের্নিকা কার আকা?
ক) পাবলো পিকাসো খ)রবীন্দ্রনাথ ঠাকুর গ)ভ্যানগন ঘ)লিওনার্দো
৩।মৌর্য বংশের রাজা কে?
ক) শামসুদ্দিন খ) অশোক গ)জামালঊদ্দিন ঘ)আলাউদ্দিন
৪।বোর্ড পেপারের মাপ কত?
ক)২২ x ২৮ খ)২০ x ৩০ গ)৩১ x ৪২ ঘ)১২ x ২৪
৫।কোনটি ছবি আকার উপকরন নয়?
ক) জল খ) ইজেল গ) তুলি ঘ)মাটি
৬। তেলরঙ এ কোন তেল ব্যাবহার করা হয়?
ক) কেরোসিন খ) সয়াবিন গ) সরিষা ঘ)তিশি
৭। রবীন্দ্রনাথ এর প্রথম চিত্রপ্রদর্শনী কবে হয়?
ক) ১৯৩৮ খ) ১৯২২ গ) ১৯৪১ ঘ)১৯৩০
৮।নন্দন কি অর্থে ব্যাবহার হয়?
ক) কুতসিত খ) সুন্দর গ) ধূর্ত ঘ)শোখিন
৯।বাংলায় পাকিস্তানের কত ভাগ মানুষ কথা বলত?
ক) ৫৫ খ) ৪৫ গ) ৫০ ঘ)৪০
১০। নবান্ন স্ক্রল কত বর্গফুট?
ক) ১২০ খ) ১৮০ গ)৩৬০ ঘ)৩৮০
১১। কার নাম লাল মিয়া ছিলো?
ক) এস এম সুলতান খ) রবীন্দ্রনাথ গ) কামরুল ঘ)জয়নুল
 

??? ???? ? ????

এখন আমাদের জেসছি আমি আমার সাজেশন নিজেই নামাইছি অ্যান্ড ১০০% কমন আইছে তাই আমি পিসছি এর সাজেশন দিব

Sample Text

কেমন আসো তোমারা আসা করি ভাল আছো আমার ওয়েব সাইট এ স্বাগতম

Followers

Sample Text

আমি মনে করি যে জেসছি এর ২ টা এক্সাম আছে কৃষি শিক্ষা এর চারু ও কারু কলা এই ২ টায় লাগবে না তোমরা নিজেরা পরে নিও ওকে এখন আসছে পিসসি ২০১৫ এর সাজেশন পেথে হলে এই ওয়েব সাইট এ অ্যান্ড ০১৮৭৪২৬২৮৩১''
 
Blogger Templates