Ads 468x60px

Random Posts

বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫

পিএসসি গণিত সাজেশন।


বিষয়ঃ গণিত
( Suggesion)
বিঃদ্রঃ দয়াকরে সবাই
শেয়ার করুন।।
কমন আসতে পারে।।
বিশেষ প্রস্তুতি..
১. সঠিক
উত্তরটি খাতায় লেখ
১x১০=১০
(ক) ৭২৩x৬৪=৪৬২৭২,
এখানে কোনটি গুণক?
(১) ৭২৩x৬৪ (২) ৭২৩
(৩) ৬৪ (৪) ৪৬২৭২
(খ) কোন
সূত্রটি সঠিক?
(১) গুণক÷গুণ্য=গুণফ ল
(২) গুণ্যxগুণনীয়ক=গ
ুণফল
(৩) গুণ্যxগুণক=গুণফ ল
(৪) গুণ্য÷গুণফণ=গুণ ক
(গ) ২, ৮, ০, ৫
দ্বারা গঠিত
ক্ষুুদ্রতম
সংখ্যা কোনটি?
(১) ৮০৫২ (২) ২০৫৮
(৩) ৮৫২০ (৪) ০২৫৮
(ঘ) ১০০ লিচুর দাম ৩০০
টকা হলে,
১টি লিচুর দাম কত?
(১) ১ টাকা (২) ২ টাকা
(৩) ৩ টাকা (৪) ৪ টাকা
(ঙ) মৌলিক সংখ্যার
উৎপাদকের
সংখ্যা কত?
(১) ১ (২) ২ (৩) ৩ (৪) ৪
(চ) তিনটি সংখ্যার
গড় ১৭।
সংখ্যাগুলোর যোগফল
কত?
(১) ৩৯ (২) ২৭ (৩) ৫১ (৪)
৫৪
(ছ)
কোনটি প্রক্রিয়া প্রতীক?
(১) দ্ধ (২) { } (৩) ০ (৪)
#
(জ) কোন
সালটি অধিবর্ষ?
(১) ২০১০ (২) ২০১১
(৩) ২০১২ (৪) ২০১৪
(ঝ) ১ মিলিমিটার
সমান কত মিটার?
(১) ০.১০০ মিটার (২)
০.০০১
মিটার
(৩) ০.০১ মিটার (৪)
১০০০ মিটার
(ঞ) আয়তক্ষেত্রের
ক্ষেত্রে কোনটি সঠিক?
(১) প্রস্থ > দৈর্ঘ্য (২)
দৈর্ঘ্য >
প্রস্থ
(৩) দৈর্ঘ্য=প্রস্থ (৪)
দৈর্ঘ্য দ্ধ
প্রস্থ
২. সংক্ষেপে উত্তর
দাও :<br /> ১x১০=১০
(ক) প্রতীকের
সাহায্যে প্রকাশ কর :<br /> তিন কোটি পাঁচ হাজার
বার।
(খ) ০.০৭÷১০= কত?
(গ).০০১ x □ = .০০১
খালি ঘরের
মান
কত?
(ঘ) ১৫-এর
গুণনীয়কগুলো লেখ।
(ঙ) আসল নির্ণয়ের
সূত্র লেখ।
(চ) 7 15 , 3 7 34 এর
মধ্যে কোনটি বড়,
প্রতীকের
সাহায্যে দেখাও।
(ঙ) কোন
রীতিতে সকাল, দুপুর,
বিকাল,
সন্ধ্যা, রাত বলা হয়
না?
(জ) প্রদত্ত তথ্য
বা সংগৃহীত উপাত্ত
সহজে বোঝার ও
দৃশ্যমান করা হয়
কিসের
মাধ্যমে?
(ঝ) যে সামান্তরিকের
দুটির সন্নিহিত
বাহু সমান
তাকে কী বলে?
(ঞ) ব্যাস ব্যাসার্ধের
কতগুণ?
৩.
কোনো ছাত্রাবাসে ৫০০
জন
ছাত্রের
৫০ দিনের খাবার
আছে। ১০ দিন পর
ওই
ছাত্রাবাসে আরও ৩০০
জন ছাত্র
এলো।
(ক) ১০ দিন পর ওই
ছাত্রাবাসের
ছাত্র
সংখ্যা কত?
(খ) ১০ দিন পর ওই
ছাত্রাবাসে কত
দিনের খাদ্য অবশিষ্ট
আছে?
(গ) অবশিষ্ট খাদ্যে ১
জন ছাত্রের
কতদিন চলবে?
(ঘ) বাকি খাদ্যে মোট
ছাত্রের কত দিন
চলবে?
(ঙ) ৩০০ জন ছাত্র
আসায় তারা কত
দিন
কম খেতে পারবে?
৪. চারটি সংখ্যার
যোগফল
৪৬৮৫২০।
প্রথম
২টি সংখ্যা ৮৩৫৮৪ ও
৬৪২০৯,
তৃতীয় সংখ্যাটি প্রথম
সংখ্যা অপেক্ষা ৯৪৮৫
কম। চতুর্থ
সংখ্যাটি কত?
৫. দোলন ৫ম শ্রেণির
সমাপনী পরীক্ষায়
বাংলায় ৮২,
ইংরেজিতে ৭৫,
গণিতে ৯২, বাংলাদেশ
ও বিশ্বপরিচয়ে ৭৮,
বিজ্ঞানে ৯৩ ও
ধর্মে ৯৬ নম্বর
পেয়েছে।
(ক) সে বাংলা,
ইংরেজি, গণিতে মোট
কত নম্বর পেয়েছে?
(খ) সে বাংলাদেশ ও
বিশ্বপরিচয়,
বিজ্ঞান ও ধর্মে মোট
কত নম্বর
পেয়েছে?
(গ) বাংলা, ইংরেজি,
গণিতে এই তিন
বিষয়ের নম্বর
এবং বাংলাদেশ ও
বিশ্বপরিচয়,
বিজ্ঞান ও ধর্ম এই
তিন
বিষয়ের নম্বরের
পার্থক্য কত?
(ঘ) সব বিষয়ে মোট
নম্বর কত?
(ঙ) মোট নম্বর ৬০
বেশি পেলে গড়
নম্বর কত হবে?
৬.
চারটি ঘণ্টা একত্রে বেজে
পরে ৫,
৭,
১২ এবং ১৫ মিনিট
অন্তর
বাজতে লাগল। ন্যূনতম
কতক্ষণ
পরে ঘণ্টাগুলো পুনরায়
একত্রে বাজবে?
৭. শুভ তাদের ঘরের
দেয়ালের 2 25
অংশ রং করে। শুভর
ছোট বোন সেতু
দেয়ালের 2 17 অংশ
রং করে।
কে বেশি রং করে?
৮. একটি গাড়ি ঘণ্টায়
৪৬.৮
কিলোমিটার যায়।
গাড়িটির ২৫৭.৪
কিলোমিটার
যেতে কত সময়
লাগবে?
৯. বিরামপুর গ্রামের
লোকসংখ্যা ৫%
বৃদ্ধি পেয়ে ২১০০ জন
হল। আগে ওই
গ্রামের
লোকসংখ্যা কতজন
ছিল?
১০.
একটি ত্রিভুজাকার
জমির ভূমির
পরিমাপ ৫৬০ মিটার
এবং উচ্চতা ৩০০
মিটার। এর
ক্ষেত্রফল
হেক্টরে প্রকাশ
কর।
১১. ৩ বছর ৫ মাস ১৫
দিনকে মিনিটে পরিণত
কর।
১২. পটুয়াখালী জেলার
লোকসংখ্যা প্রায় ১৫
লাখ ১৬ হাজার
এবং এরিয়া ৩২২১
বর্গকিলোমিটার।
পটুয়াখালী জেলার
জনসংখ্যার ঘনত্ব
কত?
জ্যামিতি
(ক) ৩ সেমি.
ব্যাসার্ধের
একটি বৃত্ত
আঁক। বৃত্তের
একটি ব্যাস
এবং ব্যাস
নয়
এমন একটি জ্যা আঁক।
(খ) চিত্রসহ
সংজ্ঞা লেখ
(যে কোনো ২টি)
চতুর্ভুজ,
সামান্তরিক,
চাপ।

কোন মন্তব্য নেই:

 

??? ???? ? ????

এখন আমাদের জেসছি আমি আমার সাজেশন নিজেই নামাইছি অ্যান্ড ১০০% কমন আইছে তাই আমি পিসছি এর সাজেশন দিব

Sample Text

কেমন আসো তোমারা আসা করি ভাল আছো আমার ওয়েব সাইট এ স্বাগতম

Followers

Sample Text

আমি মনে করি যে জেসছি এর ২ টা এক্সাম আছে কৃষি শিক্ষা এর চারু ও কারু কলা এই ২ টায় লাগবে না তোমরা নিজেরা পরে নিও ওকে এখন আসছে পিসসি ২০১৫ এর সাজেশন পেথে হলে এই ওয়েব সাইট এ অ্যান্ড ০১৮৭৪২৬২৮৩১''
 
Blogger Templates